জেফ বেজসকে টপকে গেলেন ভারতের গৌতম আদানি, সামনে শুধুই এলন মাস্ক

282
জেফ বেজসকে টপকে গেলেন ভারতের গৌতম আদানি, সামনে শুধুই এলন মাস্ক
জেফ বেজসকে টপকে গেলেন ভারতের গৌতম আদানি, সামনে শুধুই এলন মাস্ক

জেফ বেজসকে টপকে গেলেন ভারতের গৌতম আদানি, সামনে এখন শুধুই এলন মাস্ক। বিশ্বের সেরা ১০ ধনীর ব্যক্তির তালিকায়, কিছুদিন আগেই মাইক্রোসফটের বিল গেটসকে টপকে গৌতম আদানি উঠে এসেছিলেন ৩ নম্বরে। আর এবার আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসকে টপকে তিনি উঠে এলেন, বিশ্বের ২ নম্বর ধনী ব্যক্তি হিসাবে। তাঁর সামনে এখন শুধুই, টেসলা কোম্পানির এলন মাস্ক। Forbes ম্যাগাজিনের রিয়াল টাইম ডাটার রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানি এখন বিশ্বের ২ নম্বর ধনী ব্যক্তি।

টেসলা কোম্পানির সিইও এলন মাস্ক এখন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন ডলার। ভারতের গৌতম আদানি রয়েছেন দ্বিতীয় স্থানে, তাঁর সম্পত্তির পরিমাণ ১৫৫.৭ বিলিয়ন ডলার। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস চলে গেলেন তিন নম্বরে, সম্পত্তির পরিমাণ ১৫৪ বিলিয়ন ডলার। মাত্র ৯৩ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে, রিলায়েন্সের মুকেশ আম্বানি আছেন বেশ কিছুটা পিছনে, বিশ্বে ৮ নম্বরে।

আরও পড়ুনঃ কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা

জেফ বেজসের ব্যবসায়, ৯.৮ বিলিয়ন ডলার, মানে ভারতীয় টাকায় ৮০ হাজার কোটি টাকা ক্ষতি হওয়ায়, অন্যদিকে গৌতম আদানির মুনাফা বাড়ায়, তিনি উঠে এলেন বিশ্বের দু নম্বরে। ২০১৯ সালেও, ভারতের ধনীতম ব্যক্তি ছিলেন মুকেশ আম্বানি। শেষ দুবছরে শুধু ভারতের নয়, বিশ্বের সবাইকে ছাপিয়ে গিয়েছেন আদানি গ্রুপের গৌতম আদানি। এদিকে আদানির কোম্পানির ব্যাঙ্ক ঋণ, ২ লক্ষ ৬০ হাজার কোটি টাকা।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন