কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ সম্পূর্ণ ব্যর্থ পোষা কুনকি হাতিরা। ২ দিন পরেও এখনও অধরা চিতাবাঘ শচীন! তাকে ধরতে সম্ভবত ড্রোন উড়তে পারে বেঙ্গল সাফারিতে।
আরও পড়ুন: টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন
৪৮ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও এখন নজরবন্দি পর্যন্ত হল না চিতা বাঘ শচীন। কিন্তু সাফারি পার্কের তৃণভোজি অঞ্চলের বেশ কিছু জায়গায় বাছাধনের উপস্থিতি উপলব্ধি করেছেন পার্কে কর্মরত বনকর্মী ও আধিকারিকরা। তার ওপরই ভিত্তি করে এখনও পর্যন্ত সে সাফারি পার্কের সীমানার মধ্যেই আছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে
তবে বৃহস্পতিবার থেকে তল্লাশির ধরণ কিছুটা পরিবর্তন করে জোর দেওয়া হবে মহারাজকে খাঁচা বন্দি করতে। সেইমত আরও দুই কুনকি হাতি দিয়ে তল্লাশির পাশাপাশি ব্যবহার করা হতে পারে ড্রোন। যেসব অঞ্চলে হাতি কিংবা মানুষের প্রবেশে বাধা রয়েছে সেইসব অঞ্চলে ড্রোন উড়িয়ে চিতা বাঘটির খোঁজ জারি রাখতে চায় পার্ক কতৃপক্ষ। পাশাপাশি সাধারণ পর্যটকদেরও জন্য গত বুধবারের ন্যায় বৃহস্পতিবারও প্রবেশ এবং পার্কে ঘুরে বেড়াতে একই নিয়ম বহাল রাখছে পার্ক।
আরও পড়ুন: ‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম
বন্যপ্রানীর সহজাত স্বভাবে আপতত মুক্ত শচীন। আর নেই খাঁচার ভেতরে গন্ডির কাটাতার ও বিদ্যুৎবাহিত চার দেওয়ালের বন্দী দশা। তাই ঘুরে বেরাচ্ছে আপন মনে। “ধরা তো দেবো না” ঠিক এমনটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছে খোস মেজাজি শচীন। পক্ষান্তরে পার্ক কর্তৃপক্ষও নিজেদের সিদ্ধান্তে অবিচল, “তোমাকে তো খাঁচা বন্দি করবোই বাছাধন”।
আরও পড়ুন: ছেলেকে টিউশনে দিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ
তাই যেনতেন প্রকারনে সাফারি পার্কের অন্যতম আকর্ষন শচীন নামে চিতা বাঘটিকে ধরতে কোন চেষ্টারই ত্রুটি রাখতে নারাজ পার্ক কর্তৃপক্ষ।
তবে শচীনের পলায়নের পর গত দুদিন ধরে কুনকি হাতি দিয়ে তল্লাশি, ছটি স্কয়্যাড করে তল্লাশি, ১৫ টি খাঁচা পাতা, সাফারি জুড়ে প্রায় সাতটি ট্র্যাপ ক্যামেরা বসানো ইত্যাদি চেষ্টা সব বিফলে।
আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে
এবার পার্ক কর্তৃপক্ষ এর নতুন করে সিদ্ধান্ত, অন্যান্য তল্লাশির পাশাপাশি পার্কের ঘন বনাঞ্চলে ব্যবহার করা হতে পারে ড্রোন ক্যামেরা। পাশাপাশি বন্দুক হাতেও নজরদারিতে থাকবে বনকর্মীরা। বুধবারই রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারিয়েট বিনোদ কুমার যাদব সাফারি পার্কের ভারপ্রাপ্ত ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিক ও বনকর্মীদের নিয়ে প্রায় গোটা এলাকা ঘুরে দেখেন।
আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির
এরপরই বিনোদ কুমার যাদব জানান, চিতাবাঘটির খোঁজে বৃহস্পতিবার বেঙ্গল সাফারিতে ড্রোন ব্যবহার করা হতে পারে। তবে এই প্লান-বি তল্লাশি অভিযানে কতটা সাফল্য পেতে পারে সাফারি পার্ক কর্তৃপক্ষ, তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন মহল।
আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’
তবুও শচীন বাছাধনকে খুঁজে পেতে কোন রকম ফাঁক-ফোঁকর রাখতে চাইছে না পার্ক কর্তৃপক্ষ। এখন দেখার আর কত দিনই আপন মেজাজে, নিজের খেয়ালে মুক্ত মনা শচীন থাকবে অবাধ বিচরণে। আপাতত হাতিরা ব্যর্থ হওয়ায় উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন।