বিজেপিকে সঙ্গে নিয়েই মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে; একনাথ শিণ্ডের শিবসেনা; শেষ খবর পাওয়া পর্যন্ত আপাতত এটাই মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। মহারাষ্ট্র থেকে যা খবর আসছে তাতে, বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে; নয়া সরকার গড়ার প্রস্তাব দিতে চলেছেন শিণ্ডে। বিজেপি-কে ১৬ জন মন্ত্রী দিয়েও; নয়া সরকারের নীল নকশা তৈরি; এভাবেই উদ্ধব সরকার ফেলতে এগোচ্ছেন শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা বিধায়করা।
সূত্রের খবর, মহারাষ্ট্রে নয়া সরকারের নতুন নকশাও; ছকে ফেলেছেন একনাথ শিন্ডে। নয়া সরকারে শিন্ডে শিবিরের বিধায়কদের এবং বিজেপি-র বিধায়কদের মন্ত্রিত্ব দেওয়া হবে বলেই খবর। এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, শিন্ডে শিবিরের ছয় জন বিক্ষুব্ধ বিধায়ক; নতুন মন্ত্রিসভায় জায়গা পাবেন। রাজ্যের মন্ত্রী হবেন; অন্য ছয় জন। শুরুতে চার জন মন্ত্রী নিযুক্ত করা হবে। উপমুখ্যমন্ত্রী নিযুক্ত করা হবে একজনকে। উদ্ধব সরকারের পতন ঘটলে নয়া সরকারে; বিজেপি-র ১৮ জন ক্যাবিনেট মন্ত্রী হবেন এবং ১০ জন প্রতিমন্ত্রী হতে পারেন বলেও খবর।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক
প্রশ্ন এখন একটাই; মুখ্যমন্ত্রী কি বিজেপি থেকেই হবেন? রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির মুখ্যমন্ত্রী হলে; শিণ্ডে হবেন উপ-মুখ্যমন্ত্রী। আবার শিণ্ডে মুখ্যমন্ত্রী হলে; বিজেপি থেকে হবে উপ-মুখ্যমন্ত্রী। উদ্ধব সরকারের পতন ঘটলে, নয়া সরকারে; বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের কী ভূমিকা থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শিবসেনা সূত্রে খবর, উদ্ধব ঠাকরে সম্প্রতি; দেবেন্দ্র ফড়নবীশকে ফোন করেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলতে রাজি হননি ফড়নবীশ। শিবসেনাকে সরাসরি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলতে হবে; বিজেপি-র তরফে এমন বার্তাই দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট
অন্যদিকে, অসমের রাজধানী গুয়াহাটির হোটেলে থাকা; বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের উদ্দেশ্যে উদ্ধব ঠাকরে বলেছেন; “শিবসেনা পরিবারের প্রধান হিসাবে; আমি আপনাদের জন্য উদ্বিগ্ন। আপনারা গত কয়েকদিন ধরে; তালাবদ্ধ আছেন। আপনাদের সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে; আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে। আপনারা এখনও হৃদয় থেকে; শিবসেনার সঙ্গে আছেন”। মখ্যমন্ত্রী আরও বলেছেন; “আমি আপনাদের জন্য চিন্তিত; মুম্বই ফিরে আমার সঙ্গে কথা বলুন”।