অস্ত্রোপচারের মাঝপথে রোগীকে টেবিলে রেখে সেখানেই ঘুমিয়ে গিয়েছিলেন চিকিৎসক। আর সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্ক সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর কি হল? স্বাভাবিক অবস্থায় এরপর সমালোচনার ঝড় বয়ে যাওয়ার কথা। এ ক্ষেত্রে সেটা তো ঘটেইনি বরং দেশের মানুষের কাছে নায়ক বনে গেছেন সেই চিকিৎসক। এ ঘটনা চীনের।
অর্থোপেডিক সার্জন লুও শানপেং কাজ করেন চীনের গোয়েইজো প্রদেশের গিইয়াংয়ের ৬ নম্বর পিপলস হাসপাতালে। এক শ্রমিকের প্রায় ছিঁড়ে যাওয়া হাত জোড়া লাগানোর সময় অপারেশন টেবিলেই ঘুমিয়ে পড়েন তিনি।
আরও পড়ুনঃ
চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ
পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন
সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট উইচ্যাটে ছেড়ে দেন ওই চিকিৎসকের সহযোগী এক নার্স। তারপর সেটা ছড়িয়ে পড়ে সব সোশ্যাল মিডিয়ায়। ব্যাস তারপর, সেটাই হয়ে যায় ভাইরাল। ছড়িয়ে পড়ে গোটা দেশে।
পরে জানা যায়, ওই অস্ত্রোপচারের আগে টানা বেশ কয়েক ঘণ্টা ধরে আরও পরপর পাঁচটি অস্ত্রোপচার করেন চিকিৎসক লুও শানপেং। তাঁর ডিউটি অনেকক্ষন আগেই শেষ হয়ে যায়। এরপরও ওই শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অনুরোধ করা হয়েছিল অস্ত্রোপচারটি করতে।
আরও পড়ুনঃ
রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’
বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া
এই অনুরোধ ফেলতে পারেননি তিনি। লেগে যান কাজে। কিন্তু টানা ২০ ঘণ্টার কাজের ধকল তো সামলে ওঠা কঠিন। নিজের আরামের কথা ভুলে রাজি হওয়ায় তাঁর প্রশংসা করছেন সবাই। ছবি ভাইরাল হওয়ায় বেজায় লজ্জায় পরে গেছেন ডঃ লুও শানপেং।
চিকিৎসক লুও বলেছেন, ‘অস্ত্রোপচারের একটা পর্যায় শেষ হওয়ার পর আবার অ্যানেসথেসিয়া দেওয়া হয়। সেটা কার্যকর হতে এবং রোগীর হাতের রক্ত সঞ্চালন অব্যাহত রাখার জন্য হাতটি কিছু সময় উঁচু করে রাখা দরকার ছিল। ফলে ওই সময় কার্যত আমার কিছু করার ছিল না। সেই ফাঁকে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে ছিলাম। কিন্তু অতিরিক্ত ক্লান্তির কারণে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। যদিও এটা প্রত্যাশা করিনি।’
আরও পড়ুনঃ
গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ
ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী
তবে তাতে সমালোচনার ঝড় ওঠেনি। বরং সাধারণ মানুষের স্বার্থে একটানা ২০ ঘণ্টা অপারেশন করার খবর প্রকাশ্যে আসতেই হিরো হয়ে যান ডঃ লুও শানপেং। বিশ্বে এই প্রথমবার কোন ডাক্তার অপারেশন টেবিলে ঘুমিয়ে পরেও গোটা দেশের প্রশংসা পেয়েছেন।
ডঃ লুও শানপেং যার অপারেশন করতে গিয়ে ঘুমিয়ে পরেছিলেন, অপারেশনের পর ভাল আছেন সেই শ্রমিকও। আপাতত গোটা দেশ জুড়ে ভাইরাল ঘুমন্ত ডাক্তার।
আরও পড়ুনঃ
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ
ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে
সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।