ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

603
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা

৮ই ফেব্রুয়ারী ভারতীয় গোয়েন্দারা চিঠি দিয়ে সবাইকে সতর্ক করেছিলেন কাশ্মীরে হামলার সম্ভাবনার কথা। তারও অনেক আগেই গত বছরের ২৫শে ডিসেম্বর কাশ্মীরে ভয়ঙ্কর পাক জঙ্গি হামলার কথা জানিয়েছিলেন, কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার। কিন্তু কেন বলেছিলেন তিনি এই আশঙ্কার কথা? কেন দায়ি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

‘আইএস ধ্বংস করেছি’, এই বলে সিরিয়া থেকে সেনাবাহিনী প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাবাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আফগানিস্তান থেকেও। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বড়সড় প্রভাব ফেলতে পারে জম্মু-কাশ্মীরে! গত বছরের ২৫শে ডিসেম্বর এমনই জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার। আর তাঁর আশঙ্কা সত্যি করেই, তারপর থেকেই লাগাতার হামলা চলছে জম্মু কাশ্মীরে।

ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা

জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার বলেছিলেন, “আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এই পদক্ষেপের ফল ভোগ করতে হবে ভারতের জম্মু-কাশ্মীরকে”। তাঁর মতে, এইভাবে হঠকারি সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প সব সেনা তুলে নেওয়ায়, জঙ্গিদের মনোবল আরও চাঙ্গা হবে।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকেই আফগানিস্তান থেকে প্রায় ৭০০০ সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। দীর্ঘ সময় ধরেই তারা আফগানিস্তানে পাক মদতপুষ্ট জঙ্গি ও আইএস-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই প্রায় অর্ধেক মার্কিন সেনা ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নেয়।

ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা

প্রাক্তন ডিজিপি, কে রাজেন্দ্র কুমার আরও বলেছিলেন, “এর ফলে সন্ত্রাসবাদীরা আরও বল পাবে, সন্ত্রাসে আরও বেশি করে মদত পাবে। জঙ্গি সংগঠনগুলির মনে হবে, আমেরিকা এইভাবে সেনা তুলে নিয়েছে ভয় পেয়ে। এটি মার্কিন বাহিনীর হার। আর এইভাবে যদি মার্কিন বাহিনী হেরে যেতে পারে তবে নিউ দিল্লিও হারবে। আর এই সুযোগে ভারতে সন্ত্রাস আরও বাড়াতে চাইবে পাকিস্তানও”।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

প্রাক্তন ডিজিপি আরও জানিয়েছিলেন, “মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ফলে জঙ্গিদের কাছে কাশ্মীরকে আরও সহজলভ্য করে তুলবে। তারা ভাববে এইভাবে কাশ্মীরও দখল করা যেতে পারে। মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারকে তারা নিজেদের জয় হিসেবেই দেখবে। পাক মদতপুষ্ট জঙ্গিরাও বুকে জোর পাবে”।

ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে আরও খারাপ হতে পারে, তার ইঙ্গিত তিনি দিয়েছিলেন গতবছরেই। ইমরান খান সরকার পাকিস্তানে ক্ষমতায় আসার আগেই তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, “পাকিস্তানে যে সরকারই আসুক না কেন তারা জঙ্গিদের মদত দেবেই”। আর মার্কিন সেনা তুলে নেওয়ার পর তিনি বলেছিলেন, “জঙ্গিদের পুরো দৃষ্টিটা এবার পরবে কাশ্মিরের দিকে আর এটাকেই আরও সাহায্য করবে পাকিস্তান সরকার”।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার এর এই আশঙ্কা যে এইভাবে মিলে যেতে পারে, তা ভাবতে পারেননি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও। আর কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার পর, ফের একবার স্মরণে এসেছে এই প্রাক্তন পুলিশ কর্তার ভবিষ্যতবাণী। প্রবাদেই আছে, ‘অভিজ্ঞতা কথা বলে’।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি
আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব
আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন