চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে, আগামীকাল বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন, সিবিআই অফিসাররা। গতকাল সোমবার তলব সত্ত্বেও, সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে বেরিয়ে, রাতে ফিরে আসেন বোলপুরের বাড়িতে।
বারবার সিবিআই হাজিরা এড়ানোয়, পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় ফের, তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুব্রতর কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। তারপরে সরাসরি বোলপুর গিয়ে, তাকে নোটিশ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।
আরও পড়ুনঃ সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের
বুধবার তিনি হাজিরা না দিলে, কঠিন কোনও পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর সিবিআই সূত্রে। সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করে আনা হতে পারে নিজাম প্যালেসে। গরু পাচার মামলায় ও বিপুল সম্পত্তি ধরা পরায়, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এখন জেল হেফাজতে। যদিও এই নিয়ে অনুব্রতর তরফে, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ইস্যু নিয়ে চুপ, তৃণমূল নেতারাও। পার্থ চট্টোপাধ্যায়ের পর কি অনুব্রত মণ্ডল?