ছয়ে ছয়। প্রত্যাশিত ভাবেই আবারও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। এবার ভৌতবিজ্ঞান। মঙ্গলবার ষষ্ঠ দিন পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যে হোয়াটসআপে ছড়িয়ে পরে প্রশ্ন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে প্রশ্নের প্রতিলিপি। যদিও এই প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের কোনও মিল রয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। কারণ মধ্যশিক্ষা পর্ষদ মুখে কুলুপ এঁটেছে। আর পরীক্ষা শেষ হবে দুপুর ৩ টেয়।
এই সেই বাইরে আসা মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র, দেখে নিনঃ
ক্রিকেটার যুবরাজ সিং এর রেকর্ড ছুঁলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রত্যাশিতভাবেই ছয়ে ছয় হয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক এর পর মঙ্গলবার ভৌতবিজ্ঞান। মাধ্যমিকে পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই বাইরে প্রশ্ন বেড়িয়ে যাওয়ায় রেকর্ড গড়েছে রাজ্য। এবার বাকি থাকা জীবন বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন বাইরে এলেই সাতে সাত হবে। রেজাল্ট বেরনোর আগেই মাধ্যমিকে মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর।
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ বাংলায় যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায়
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়
মাধ্যমিক প্রহসন অব্যহত। ষষ্ঠ দিনেও ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র, অভিযোগ এমনটাই। মঙ্গলবার চলছে ভৌতবিজ্ঞান পরীক্ষা। শুরুর ১০ মিনিটের মধ্যেই হোয়াটসআপে প্রশ্নপত্রটি চলে আসে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নই আসল প্রশ্নপত্র বলেই অভিযোগ অভিভাবকদেরও। প্রশ্নপত্র ফাঁসে প্রত্যাশিতভাবেই ছয়ে ছয় হল।
আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা
শেষ পরীক্ষাতেও যে সাতে সাত হয়ে যাবেই, তা নিয়েও কারোরই কোন সন্দেহ নেই। টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বোলার ক্রিস ব্রড-কে যেমন ছটা বলে ছটা ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ঠিক তেমনই পরপর ছটা পরীক্ষায় ছটা প্রশ্নপত্র ফাঁস হয়ে শিক্ষা জগতে রেকর্ড গড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক
গত মঙ্গলবার শুরু হয় মাধ্যমিক। প্রথম দিন ছিল বাংলা ভাষার পরীক্ষা। সে দিন পরীক্ষা শুরুর দু মিনিট আগেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে প্রশ্ন। পরের চারটি পরীক্ষাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। পরীক্ষা শুরুর ঠিক পরেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যায় প্রশ্ন।
আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির
এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-র কাঁধে। সিআইডি সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছিল। সিআইডি বিভিন্ন জায়গা থেকে আরও ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয় এই চক্রের পাণ্ডাদের। তবু সিআইডিও আটকাতে পারল না প্রশ্ন ফাঁসের রোগ।
আরও পড়ুনঃ ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি
মাধ্যমিক পরীক্ষা আর প্রায় শেষের পথে। বাকি আর মাত্র একটি পরীক্ষা, জীবনবিজ্ঞান। অনেকেই মনে করছেন, শেষদিনেও পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে। এই প্রশ্নপত্র ফাঁস খানিকটা যেন প্রত্যাশিতই হয়ে গেছে। তাই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্কের পর মাধ্যমিকে ভৌতবিজ্ঞান প্রশ্নও ফাঁস হয়ে যাওয়ায় অবাক হননি কেউই। এদিনও পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যেই আবার হোয়াটসঅ্যাপে অবাধ বিচরণ শুরু করে ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র।
আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই
সেই প্রশ্ন ফাঁসের ধারা অব্যাহত রেখে আজও ফাঁস হল ভৌতবিজ্ঞান প্রশ্ন। কিন্তু এই বিষয়ে কি বলছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়? আজও তাঁর মুখে কেউ যেন কুলুপ এঁটে গিয়েছে। পর্ষদের নীরবতা জানিয়ে দিচ্ছে “ডাল মে কুছ কালা হ্যায়”। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেকদিন বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করার নিয়ম বহু বছর ধরে চলেছে। কিন্তু বুধবার দ্বিতীয় দিনে ইংরেজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর থেকে তা বন্ধ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার
জানা গেছে, ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পরেই সভাপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিন্তু এবারের মাধ্যমিকে ডাহা ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ যুদ্ধের আগেই মাঝ আকাশে ধ্বংস ভারতের দুটি যুদ্ধ বিমান
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।