বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

456
বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা/The News বাংলা
বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা/The News বাংলা

বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা করছে রাজ্যের বিরোধী দলগুলি। এমনকি বিরোধীরা ঝামেলা পাকাতে পারে বলে আশঙ্কা রাজ্যের শাসক দলেরই। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। কোচবিহারের মতই রাজ্য পুলিশ থাকা বুথগুলিতে ফের ঝামেলার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই তিনটি জায়গায় আছে ৮৭৪ টি বুথ। এই তিনটি জায়গায় ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি দার্জিলিং লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রে ৬০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে ৫৫% থেকে ৬০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি বুথে রাজ্যের সশস্ত্র বাহিনী থাকবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে থাকছে মোট ১৮৫ কোম্পানি বাহিনী।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

একনজরে দেখে নিন দ্বিতীয় দফার ভোটে বাংলায় কোন লোকসভা কেন্দ্রে কত বুথ, কত ভোটারঃ

দার্জিলিংঃ
মোট বুথ ১৬২৩ টি
বুথ প্রেমিসেস ১৩৭০ টি
পুরুষ ভোটার ৮২৮৩৩৩ জন
মহিলা ভোটার ৭৬৭২৬২ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ৭৩ জন
নতুন ভোটার ৩২৮৬৭ জন

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

জলপাইগুড়িঃ
মোট বুথ ১৮৬৮ টি
বুথ প্রেমিসেস ১৩৯৩ টি
মোট ভোটার ১৭২৯৮২৯ জন
পুরুষ ভোটার ৮৮৪৫৬৫ জন
মহিলা ভোটার ৮৪৫২৪৫ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন
নতুন ভোটার ৫১১২৩ জন

আরও পড়ুনঃ বাংলায় ভোটে দুই দুর্গা, দুই পুরুষের লড়াইয়ে প্রচারে দাপট দেখাচ্ছেন দুই নারী

রায়গঞ্জঃ
মোট বুথ ১৫৩০ টি
বুথ প্রেমিসেস ১৩৪৫ টি
পুরুষ ভোটার ৭৩৪৭৯৪ জন
মহিলা ভোটার ৬৯২৭১৬ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ৫৭ জন
মোট ভোটার ১৪২৭৫৬৭ জন
নতুন ভোটার ৭০৬২৪ জন

আরও পড়ুনঃ হাত মেলাতে গিয়ে মিমির হাত মুচড়ে দিলেন ফ্যান, যন্ত্রণায় কেঁদে ফেললেন অভিনেত্রী

তিন লোকসভা ভোটে এবারেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে, দেখে নিনঃ
রায়গঞ্জ এ বুথে থাকছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি তে বুথে থাকছে ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং এ বুথে থাকছে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি ইভিএম পাহারায় ও কুইক রেসপন্স টিমে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে থাকছে মোট ১৮৫ কোম্পানি বাহিনী।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচারে ফিরদৌস, মমতার সঙ্গে জামাত জঙ্গি যোগের অভিযোগ রাহুলের

দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তর ভিডিও কনফারেন্স করেছে তিনটি লোকসভা কেন্দ্রের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। মঙ্গলবারেই দার্জিলিং এর তিনটি এবং কালিম্পং এর ১১ টি বুথে ভোট কর্মীরা রওনা দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

দার্জিলিংয়ের এক, দুই এবং তিন নম্বর বুথ ও কালিম্পং এর ২২, ১৪৩, ১৪৭, ১৪৮, ১৫১, ১৫৬, ১৫৯, ২০১, ২৩৯, ২৪১ নম্বর বুথের ভোট কর্মীরা মঙ্গলবারেই রওনা দিয়ে দিয়েছেন। বুধবার সকাল থেকে বাকী ভোট কর্মীরা রওনা দিয়েছেন নিজেদের সংশ্লিষ্ট বুথ এর উদ্দেশ্যে।

গোপন রিপোর্ট বলছে, যেখানে যেখানে রাজ্য পুলিশ থাকবে সেখানেই ঝামেলা হবে। সেখানেই ভোটে ছাপ্পা, রিগিং, ভোটারদের বাধাদান এইসব ঘটনা ঘটবে বলেই জানা যাচ্ছে। দেখা যাক, আগামীকাল বৃহস্পতিবার রাজ্য পুলিশ থাকা বুথ গুলিতে কি হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন