আরও ১০, বাংলায় ৪২ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী ঠিক করল বিজেপি

491
আরও ১০, বাংলায় ৪২ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী ঠিক করল বিজেপি/The News বাংলা
আরও ১০, বাংলায় ৪২ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী ঠিক করল বিজেপি/The News বাংলা

বাংলায় মোট ৪০ টি আসনের প্রার্থী ঠিক হয়ে গেল বিজেপির। প্রথমে ২৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তারপর জঙ্গিপুর ও দার্জিলিং এর প্রার্থী ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে আরও দশ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

জল্পনা সত্যি করে মতুয়া ঠাকুরবাড়ি থেকে শান্তনু ঠাকুরকে বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। এছাড়াও জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল উলুবেড়িয়া থেকে। সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে হাওড়া থেকে। তবে পুরুলিয়া ও বর্ধমান দুর্গাপুর আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারল না বিজেপি।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রীর সোনা কাণ্ড নিয়ে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন

মঙ্গলবারের পর এরাজ্য থেকে মোট ৪০ জন প্রার্থী ঘোষণা করা হল বিজেপির তরফে। এখনও বাকি আর ২টি আসন। বর্ধমান দুর্গাপুর ও পুরুলিয়া আসন। এভাবে এত ভাগে প্রার্থী ঘোষণা করায় কিছুটা হতাশ কর্মীরাও।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ বিধায়ক, অর্জুনের মন্তব্যে জল্পনা চরমে

একনজরে আবার দেখে নিন কোন আসন থেকে কে প্রার্থীঃ

৩১। হাওড়া: রন্তিদেব সেনগুপ্ত
৩২। বাঁকুড়া: সুভাষ সরকার
৩৩। বোলপুর: রামপ্রসাদ দাস
৩৪। বহরমপুর: কৃষ্ণ জোয়ারদার আর্য
৩৫। রাণাঘাট: মুকুটমণি অধিকারী
৩৬। ডায়মন্ড হারবার: নীলাঞ্জন রায়
৩৭। উলুবেড়িয়া: জয় বন্দ্যোপাধ্যায়
৩৮। মুর্শিদাবাদ: হুমায়ুন কবির
৩৯। বনগাঁ: শান্তনু ঠাকুর
৪০। কাঁথি: দেবাশিস সামন্ত

আরও পড়ুনঃ জলপাইগুড়ি লোকসভায় বিজেপির দুজন প্রার্থী, শোরগোল বাংলায়

১০টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথম এবং দ্বিতীয় প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবার আরও ১০ প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির৷ পশ্চিমবঙ্গের ৩০টি আসনের প্রার্থী কিছুদিন আগেই চূড়ান্ত করেছে বিজেপি। একনজরে দেখে নিন পুরো তালিকা।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

বাংলায় বিজেপির ৪০ আসনে প্রার্থী কারা? জেনে নিন একনজরেঃ

১। কোচবিহারঃ নিশীথ প্রামাণিক
২। কৃষ্ণনগরঃ কল্যাণ চৌবে
৩। কলকাতা দক্ষিণঃ চন্দ্র বসু
৪। কলকাতা উত্তরঃ রাহুল সিনহা
৫। যাদবপুরঃ অনুপম হাজরা
৬। আলিপুরদুয়ারঃ জন বার্লা
৭। জলপাইগুড়িঃ জয়ন্ত রায়
৮। রায়গঞ্জঃ দেবশ্রী চৌধুরী
৯। মালদা উত্তরঃ খগেন মুর্মু
১০। মালদা দক্ষিণঃ শ্রীরূপা মিত্র চৌধুরী

আরও পড়ুনঃ জেএনইউ উপাচার্যর বাড়িতে শতাধিক বামপন্থী ছাত্রদের হামলা, স্ত্রীকে চরম হেনস্থা

১১। দমদমঃ শমীক ভট্টাচার্য
১২। বসিরহাটঃ সায়ন্তন বসু
১৩। বালুরঘাটঃ সুকান্ত মজুমদার
১৪। বারাসতঃ মৃণালকান্তি দেবনাথ
১৫। হুগলিঃ লকেট চট্টোপাধ্যায়
১৬। মেদিনীপুরঃ দিলীপ ঘোষ
১৭। আসানসোলঃ বাবুল সুপ্রিয়
১৮। ঘাটালঃ ভারতী ঘোষ
১৯। বীরভূমঃ দুধকুমার মণ্ডল
২০। আরামবাগঃ তপন রায়

আরও পড়ুনঃ শোভন বাদ, তৃণমূলের ভোটের দায়িত্বে রত্না চট্টোপাধ্যায়

২১। জয়নগরঃ অশোক কাণ্ডারী
২২। শ্রীরামপুরঃ দেবজিৎ সরকার
২৩। বারাকপুরঃ অর্জুন সিং
২৪। মথুরাপুরঃ শ্যামাপ্রসাদ হালদার
২৫। বিষ্ণুপুরঃ সৌমিত্র খাঁ
২৬। তমলুকঃ সিদ্ধার্থ নস্কর
২৭। ঝাড়গ্রামঃ কুন্নুর হেমব্রম
২৮। বর্ধমান পূর্বঃ পরেশ দাস
২৯ঃ জঙ্গিপুরঃ মাফুজা খাতুন
৩০ঃ দার্জিলিং- রাজু বিস্ত

আরও পড়ুনঃ যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই শুনবে স্কুল সার্ভিস কেলেঙ্কারির ঘটনা

৩১। হাওড়া: রন্তিদেব সেনগুপ্ত
৩২। বাঁকুড়া: সুভাষ সরকার
৩৩। বোলপুর: রামপ্রসাদ দাস
৩৪। বহরমপুর: কৃষ্ণ জোয়ারদার আর্য
৩৫। রাণাঘাট: মুকুটমণি অধিকারী
৩৬। ডায়মন্ড হারবার: নীলাঞ্জন রায়
৩৭। উলুবেড়িয়া: জয় বন্দ্যোপাধ্যায়
৩৮। মুর্শিদাবাদ: হুমায়ুন কবির
৩৯। বনগাঁ: শান্তনু ঠাকুর
৪০। কাঁথি: দেবাশিস সামন্ত

বাকি পুরুলিয়া ও বর্ধমান দুর্গাপুর আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারল না বিজেপি। এই দুই আসনে কবে প্রার্থী ঘোষণা করে সেটাই এখন দেখার। এর মধ্যে পুরুলিয়া আসনটি এবার জেতার আশা করছে বিজেপি। আর বর্ধমান দুর্গাপুর আসনে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বাম নেতা আইনুল হককে দাঁড় করাতে পারে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন