পুলওয়ামায় আবার বিস্ফোরণ, ঘটনাস্থলে যাচ্ছে বিশাল সেনাবাহিনী। রবিবার রাত ৯টা নাগাদ এই বিস্ফোরণ হয়েছে। সেনা ও পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এখনও কোন প্রানহানির খবর পাওয়া যায়নি। পুলওয়ামার অবন্তিপোরায় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।
জানা যাচ্ছে বেশ কয়েকজন জঙ্গি, জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি অপারেশন এর বাড়িতে গ্রেনেড ছোঁড়ে। বাড়ির মধ্যে গ্রেনেডটি বিস্ফোরণ হয়েছে। তবে কোন হতাহতের খবর নেই বলেই জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। পুলিশ ও ভারতীয় সেনা গোটা এলাকা ঘিরে রেখেছে।
চলছে চিরুনি তল্লাশি। জঙ্গিরা কোন বাড়িতে লুকিয়ে আছে কিনা তা দেখা হচ্ছে। সেনা ছাউনি বা সেনা ক্যাম্পগুলির পাশাপাশি পুলিশ অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সতর্কতা জারি করেছে প্রশাসন।