চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল

233
চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল
চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল

চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল। তবে সিবিআই-য়ের তরফে এখনও এই নিয়ে, অফিসিয়ালি কিছু জানাননি। গরুপাচার মামলায় মাঝরাত থেকেই, সিবিআইয়ের জোর তৎপরতা। বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে, সকালেই সিবিআই হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন, সিবিআই অফিসাররা। পরে জানা যায়, এই মুহূর্তে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তৃণমূলের সেকেন্ড উইকেট ডাউন দুর্নীতির মামলায়।

একাধিকবার সিবিআই হাজিরা এড়ানোর পরই, অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। বৃহস্পতিবার সকালেই বোলপুরের নিচুপট্টির বাড়িতে, হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ১০০ জন সিআরপিএফ জওয়ান তৃণমূল নেতার গোটা বাড়ি ঘিরে রেখেছে। একদিকে জিজ্ঞাসাবাদ চলছে অনুব্রতকে, অন্যদিকে চিরুনি তল্লাশি চলছে অনুব্রতের বাড়িতে। এলাকায় এমন কেন্দ্রীয় বাহিনীর আচমকা হানা এবং সিবিআই আধিকারিকদের চলে আসায়, রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ

বুধবার মাঝরাতেই সিবিআইয়ের একটি দল বোলপুর পৌঁছয়। মোট ছয়টি গাড়িতে, সিবিআই আধিকারিকরা বোলপুরে এসে পৌঁছন। এর মধ্যে চারটি গাড়ি কলকাতার নিজাম প্যালেস থেকে, দুটি গাড়ি আসানসোলের সিবিআই দফতর থেকে এসেছে বলেও সূত্রের খবর। রাতে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসেই ছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে ওই গেস্টহাউসে আসে, বিশাল কেন্দ্রীয় বাহিনী।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন