রাজ্যে ফের দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, বাংলায় কি করছে এই ভয়ঙ্কর জ’ঙ্গিরা। রাজ্যে দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, শাসন থেকে গ্রেপ্তার ২ জন। রাজ্য পুলিশের এসটিএফের জালে, এই দুই আল কায়দা জ’ঙ্গি। উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে, গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায়, বেশ কয়েকটি মামলা রুজু করেছে। বৃহস্পতিবার এই দুজনকে আদালতে তোলা হবে।
বুধবার রাত ৯ টা নাগাদ শাসন থানার অন্তর্গত, খড়িবাড়ি এলাকা থেকে নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃত আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহ নি’ষিদ্ধ জ’ঙ্গি সংগঠন, ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’-এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। এই দুজনকে জেরা করে, আরও মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর।
আরও পড়ুনঃ শিক্ষকতা পরে করবেন, আগে কাগজপত্র নিয়ে আদালতে আসুন, ‘দুর্নীতিবাজ শিক্ষক’দের নির্দেশ
ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশ’কতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা।
আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। তারপর তাকে জেরা করে কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। ধৃত দুজনেই আল কায়দা জ’ঙ্গি, নি’ষিদ্ধ জ’ঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করছে।