আগামীকাল দেশে দ্বিতীয় দফার ভোট। সেই সঙ্গে আমাদের রাজ্যেও। আর বাংলায় ভোট হবে তিনটি লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ, জলপাইগুড়ি এবং দার্জিলিং। রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে প্রত্যেক বুথে একটি করে ইভিএম থাকলেও দার্জিলিং এর প্রত্যেকটি বুথে থাকবে দুটি করে ইভিএম। দার্জিলিং এ শুধু নোটার জন্যই থাকছে সম্পূর্ণ আলাদা একটা ইভিএম।
আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা
গতকাল দার্জিলিং এর তিনটি বুথ এবং কালিম্পং এর এগারোটি বুথে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভোট কর্মীরা ও ইভিএম মেশিন। বুধবার সকাল থেকে দার্জিলিং এর বাকি বুথগুলোতে ভোট কর্মীরা ভিভিপ্যাট সহ দুটি করে ইভিএম নিয়ে পৌঁছে গেছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে কেন একমাত্র এই দার্জিলিং এ প্রত্যেক বুথে দুটি করে ইভিএম ব্যবহার করা হবে?
আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি ইভিএম এর ব্যালট ইউনিট এ সর্বোচ্চ ১৬ টি নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেই জায়গায় দার্জিলিংয়ের প্রার্থীর সংখ্যা ১৬ জনই। তাই দ্বিতীয় ব্যালট ইউনিটের মধ্যে কেবলমাত্র থাকছে নোটার ঘরটি। প্রথম ব্যালট ইউনিট এ ১৬ জন প্রার্থী এবং দ্বিতীয় ইউনিটের একটি ঘর পূর্ণ থাকবে নোটার জন্য এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর
সাধারণত নোটার জন্য ইভিএম এর শেষ ঘরটা থাকে। অর্থাৎ প্রার্থী তালিকা শেষ হলেই থাকে নোটা। কিন্তু বাংলার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ঠিক ১৬ জন প্রার্থী হওয়ায় নোটার থাকার কথা ১৭ নম্বর স্থানে। কিন্তু একটা ইভিএম মেশিনে ১৬ টা জায়গাই থাকে। কিন্তু ইলেকশন কমিশনের নিয়মে নোটা তো রাখতেই হবে। তাই নোটার জন্য সম্পূর্ণ আলাদা একটা ইভিএম মেশিনের ব্যবস্থা করতে হয়েছে কমিশনকে।
আরও পড়ুনঃ হাত মেলাতে গিয়ে মিমির হাত মুচড়ে দিলেন ফ্যান, যন্ত্রণায় কেঁদে ফেললেন অভিনেত্রী
দার্জিলিং এর লোকসভা ভোটে বুথে থাকছে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই তিনটি জায়গায় আছে ৮৭৪ টি বুথ। এই তিনটি জায়গায় ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি দার্জিলিং লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রে ৬০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। দার্জিলিং এর প্রতিটি বুথেই ২ টি করে ইভিএম থাকবে বৃহস্পতিবার ভোটে। শুধু নোটার জন্যই একটা আলাদা ইভিএম।
একনজরে দেখে নিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে কত বুথ, কত ভোটারঃ।
দার্জিলিংঃ
মোট বুথ ১৬২৩ টি
বুথ প্রেমিসেস ১৩৭০ টি
পুরুষ ভোটার ৮২৮৩৩৩ জন
মহিলা ভোটার ৭৬৭২৬২ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ৭৩ জন
নতুন ভোটার ৩২৮৬৭ জন
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।