শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ম্যায় ভি চৌকিদার’ বলে প্রচার শুরু করেছিলেন। দেশের নাগরিকদেরও তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দিতে এই প্রচারে সামিল হতে বলেন। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখে ফেললেন ‘চৌকিদার’। আর তারপরেই মোদীর দেখাদেখি সবাই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজেদের নামে চৌকিদার শব্দ লাগিয়েছেন।
দুর্নীতির বিরুদ্ধে ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচারের ১ দিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার অনেক সদস্য ও কিছু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেদের ট্যুইটারে নিজেদের নামের আগে ‘চৌকিদার’ শব্দ যোগ করলেন।
আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার
প্রধানমন্ত্রীর পরেই একে একে অমিত শাহ, রবিশংকর প্রসাদ, পীযূষ গোয়েল, জে পি নাড্ডা, অমিত মালব্য, তাজিন্দর বাজ্ঞাও তাদের নামের আগে উল্লেখ করেন ‘চৌকিদার’।
বিজেপির মুখ্যমন্ত্রীরাও পিছিয়ে নেই। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও তাদের নামের আগে একই ভাবে জুড়েছেন ‘চৌকিদার’ শব্দ।
আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে
আগের দিনই নরেন্দ্র মোদী বলেন, তিনি দেশের সেবা করার জন্য সদা জাগ্রত। কিন্তু তিনি একা নন, প্রধানমন্ত্রীর সাথে যারা সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তারা সকলেই ‘চৌকিদার’। যারা দেশের উন্নতি প্রগতির জন্য লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার।
তিনি উল্লেখ করেন, আজ সকল ভারতীয়ই নিজেদের বলছেন চৌকিদার। প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটেও একটি ভিডিওব সকলকে ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচারে অংশ নিতে উৎসাহ প্রদান করেন।
আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের
এর আগে মনিশংকর আইয়ার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে চাওয়ালা সম্বোধন করেছিলেন। সেটাই ২০১৪ লোকসভা নির্বাচনে নিজেকে ‘চাওয়ালা’ হিসেবে উল্লেখ করে বিরোধীদের অস্ত্রকে ভোঁতা করেছিলেন তিনি। এবারেও নিজের নামের আগে ‘চৌকিদার’ উল্লেখ করে রাহুলের রাফাল অস্ত্রকে ভোঁতা করে দেওয়া হল বলে অনেকেই মনে করছেন।
আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির
মুকুল রায় সহ বাংলার অনেক নেতাই নিজেদের নামের আগে ‘চৌকিদার’ শব্দটি বসিয়েছেন। ভোটের আগে নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের এই অদ্ভুৎ চৌকিদার প্রচারে সারা পড়ে গেছে গোটা দেশের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এই চৌকিদার প্রচার ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় সেটাই এখন দেখার। তবে এই প্রচারে যে দেশ জুড়ে শোরগোল পরে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।