গুগুল সার্চ করলেই অশালীন বক্তব্য, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়। গুগুল সার্চ করলেই সমস্যা। অনুব্রত লিখে সার্চ করলেই চলে আসছে অশ্লীল ভাষা। আর এই নিয়েই রাজ্য জুড়ে অনুব্রতকে নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রল।
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
শুক্রবার সন্ধ্যা থেকেই এই ঘটনা ঘটছে। অনুব্রত মন্ডল লিখে সার্চ করলেই উইকিপিডিয়ায় ভেসে আসছে অশালীন সব শব্দ। আর তা নিয়েই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। আর সেই লেখার স্ক্রিনশটও ভাইরাল হচ্ছে ব্যপক হারে।
এর আগেও গুগুলে সার্চ করলে এরকমই অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে গুগুল। সম্প্রতি ভারত পাক উত্তেজনার মধ্যে গুগুলে ‘ভিখারি’ লিখে সার্চ করলে ফুটে উঠেছে ইমরান খানের ছবি। অথবা ‘টয়লেট পেপার’ লিখে সার্চ করলে ভেসে উঠেছে পাকিস্তানের পতাকা। আর এবার সেই পথেই আক্রান্ত তৃণমূলের কেষ্ট।
আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ
উল্লেখ্য, উইকিপিডিয়ায় তথ্য পরিবেশনে যে কেউ চাইলেই সম্পাদনা করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি তার ইচ্ছেমত তথ্যের বদল করতে পারেন। তারই সুযোগ নিয়েছে অনুব্রতের রাজনৈতিক দলের বিরোধী কোনো ব্যক্তি।
আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান
কোনো বিখ্যাত ব্যক্তিকে কালিমালিপ্ত করতে অনেক সময় এভাবেই টার্গেট করে থাকেন বিরোধীরা। বিখ্যাত না হলেও রাজনৈতিক মহলে অনুব্রত ওরফে কেষ্টর কীর্তি জানেন না, এরকম লোক পাওয়া মুশকিল। অনুব্রত মন্ডলও যে এক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতার শিকার, তা নিঃসন্দেহেই বলা যায়।
দলের অনেকেই এই ঘটনার নিন্দা করলেও নেটিজেনরা এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে ছাড়ছেন না। তবে আপত্তিকর শব্দ কে বা কারা বসিয়েছে, সেই সংক্রান্ত কোনো তথ্য এখনো জানা যায়নি। পরে যদিও আপত্তিকর অংশটি সংশোধন করা হয়।
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
তবে তৃণমূলের তরফ থেকে এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হবে বলে জানান হয়েছে। এই কুরুচিকর শব্দ নেট দুনিয়ায় ছাড়ার জন্য বিজেপিকেই দায়ি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সাইবার সেলের কর্মীরাই এই কাজ করেছে বলেই পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে তৃণমূল।
আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
তবে বিজেপির তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে এই কাজ তাদের কেউ করেনি। তৃণমূলে কেষ্টর বিরোধীরা এই কাজ করেছে বলেই তাদের দাবি।
কিন্তু দাবি পাল্টা দাবির মধ্যেই বাজে ভাষায় ছেয়ে গেছে নেট দুনিয়া। নোংরা রাজনীতির কালির ছিটে লাগল বাংলা ভাষাতেও। তাও আবার বিশ্ব জুড়ে।
আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।