পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

1414
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা

ভারতের পর ইরান। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে, এর মারাত্মক খেসারত দিতে হবে বলে পাকিস্তানকে হুমকি দিয়েছে ইরান। গত বুধবার সীমান্তের কাছে সিস্তান-বালুচিস্তান প্রদেশের কাছে জঙ্গি গোষ্ঠী ‘জইশ আল আদল’-এর হামলায় ইরানের ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’ সেনার ২৭জন জওয়ান নিহত হয়। এবার পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল ইরানের সেনা।

আরও পড়ুনঃ পরিবার সহ খুন করে আরডিএক্স দিয়ে বাড়ি উড়িয়ে দেবার হুমকি সাংসদকে

কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার কয়েকঘন্টা আগেই ঠিক একইরকমভাবে ইরানের সিস্তানে বিপ্লবী গার্ড বাহিনীর নিরাপত্তা কনভয়ে আত্মঘাতী হামলা হয়। ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’-এর উপরে জঙ্গি হামলায় নিহত হয় ২৭জন সেনা। ইরান-পাক সীমান্তে রুটিন টহলদারি শেষে বাড়ি ফিরছিলেন সেনারা৷ সেই সময়ই অতর্কিতে হামলা চালায় জঙ্গিবাহিনী। পাক মদতপুষ্ট ‘জইশ আল আদল’ এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা

এই জঙ্গি হামলার ঘটনায় ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’ এর প্রধান মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি পাকিস্তান ও সৌদি আরবের দিকে আঙুল তুলেছেন। দেশ দুটি পাল্টা ইরানি সেনার অভিযানের শিকার হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। তবে ভারতের মতই এখানেও বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান। তবে এই ঘটনায় পাকিস্তানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

ইরানের রিভোলিউশনারি গার্ডসের কমান্ডার মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি জানান, জঙ্গিরা ইসলামের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে। এটা জানা সত্ত্বেও তাদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। আর এর জন্য অনেক মূল্য দিতে হবে পাকিস্তানকে। মহম্মদ আলি জাফারির হুঁশিয়ারি, পাকিস্তান যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ফল ভুগতে হবে পাকিস্তানকে। আর এবার পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা

নয়াদিল্লির মতোই তেহরানের নিশানাতেও আরেক ‘জৈশ’। পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তানে ইরান সেনার ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’ এর কনভয়ে পুলওয়ামার ধাঁচেই আত্মঘাতী হামলা চালিয়ে গত বুধবার ২৭জন সেনাকে হত্যা করেছিল বালুচিস্তানের সুন্নি জঙ্গিগোষ্ঠী ‘জইশ আল আদল’। রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি সরাসরি এই ঘটনার জন্য ইসলামাবাদকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, পাকিস্তানে ঘাঁটি গেড়েই জঙ্গি গোষ্ঠীগুলি ইরানে হামলা চালাচ্ছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব ইরানের পাক সীমান্ত লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় সুন্নি বালুচ জঙ্গি গোষ্ঠীগুলি। ২০১২ সালে প্রতিষ্ঠিত ‘জইশ আল আদল’ এদের মধ্যে সবচেয়ে সক্রিয়। পাকিস্তানের সুন্নিপ্রধান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি থেকে তারা প্রশিক্ষণ এবং অস্ত্র পায় বলে ইরান সরকারের বহুদিনের অভিযোগ। জাফারি বলেন, “প্রেসিডেন্ট হাসান রৌহানির কাছে আমাদের আর্জি, সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর জন্য ছাড়পত্র দিন”।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

গতকাল শনিবারই জঙ্গি হামলায় নিহত ২৭ জন ইরানি সেনার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই জেনারেল মহম্মদ আলি জাফারি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “পাকিস্তানে নিশ্চিন্তে রয়েছে জঙ্গিরা৷ কেন পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে? কেন পাক নিরাপত্তা বাহিনী এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না”? পাশাপাশি তিনি বলেন, “সন্ত্রাসদমনে পাকিস্তান কড়া পদক্ষেপ গ্রহণ করছে না আর এর জন্য চরম মূল্য চোকাতে হবে পাকিস্তানকে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব
আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন