জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

1520
জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন 'মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার'/The News বাংলা
জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন 'মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার'/The News বাংলা

EXCLUSIVE The News বাংলা: ১১২ জন পুলিশ অফিসার ও ২টি পুলিশ স্টেশন এবার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে পুলিশ পুরস্কার। এর মধ্যে চীফ মিনিস্টার ব্রেভারি অ্যাওয়ার্ড পাচ্ছেন সদ্য জেলাশাসক স্ত্রীর অশ্লীল ম্যাস্যাজ কাণ্ডে অপসারিত ফালাকাটা থানার আইসি সৌম্যজিত রায়। আর সেই নিয়েই পুলিশ মহলে শুরু হয়েছে গুঞ্জন। শাস্তি দিয়ে যাকে সরিয়ে দেওয়া হল সেই পুলিশ অফিসার কি করে মুখ্যমন্ত্রীর হাত থেকে সাহসি পুলিশ অফিসারের পুরস্কার পেতে পারেন, উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

নবান্ন থেকে জারি করা নির্দেশে দেখা যাচ্ছে যে, এবার ১১২ জন পুলিশ অফিসার ও ২টি পুলিশ স্টেশন এবার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে পুলিশ পুরস্কার। তবে এই পুলিশ পুরস্কার দেওয়া হচ্ছে ২০১৬-১৭ সালের জন্য। ১১২ জনের মধ্যে ৫ জন অফিসার পাচ্ছেন ২০১৬ সালের জন্য শৌর্য পদক। ২০১৬ সালের জন্য ৯ জন অফিসার পাচ্ছেন নিষ্ঠা পদক।

আরও পড়ুনঃ

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এত বড় সাহস, তৃণমূলের মঞ্চে ভাষণ শেষে ‘লাল সেলাম’ বললেন কে?

দেখে নিন কোন কোন অফিসার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে শৌর্য পদক ও কোন কোন অফিসার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে নিষ্ঠা পদক।

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন 'মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার'/The News বাংলা
জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’/The News বাংলা

২০১৬ সালের জন্য ৩১ জন অফিসার পাচ্ছেন প্রশংসা পদক। দেখে নিন কোন কোন অফিসার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রশংসা পদক।

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন 'মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার'/The News বাংলা
জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’/The News বাংলা

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

২০১৬ সালের জন্য ৫৫ জন অফিসার পাচ্ছেন সেবা পদক। দেখে নিন কোন কোন অফিসার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে সেবা পদক। ২০১৬ সালের জন্য ৪ জন অফিসার পাচ্ছেন সেরা তদন্তকারী অফিসারের পুরস্কার। দেখে নিন কোন কোন অফিসার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন সেরা তদন্তকারী অফিসারের পুরস্কার। ২০১৭ সালের জন্য ৫ জন অফিসার পাচ্ছেন শৌর্য পদক। দেখে নিন কোন কোন অফিসার পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে শৌর্য পদক।

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন 'মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার'/The News বাংলা
জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’/The News বাংলা

২০১৭ সালের জন্য মাত্র ৩ জন অফিসার পাচ্ছেন চীফ মিনিস্টার ব্রেভারি অ্যাওয়ার্ড। এর মধ্যেই আছেন সদ্য জেলাশাসক স্ত্রীর অশ্লীল ম্যাস্যাজ কাণ্ডে অপসারিত ফালাকাটা থানার আইসি সৌম্যজিত রায়। আর সেই নিয়েই পুলিশ মহলে শুরু হয়েছে গুঞ্জন। শাস্তি দিয়ে যাকে সরিয়ে দেওয়া হল সেই পুলিশ অফিসার কি করে মুখ্যমন্ত্রীর হাত থেকে সাহসি পুলিশ অফিসারের পুরস্কার পেতে পারেন, উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

তবে দার্জিলিং এ অত্যন্ত সাহসিকতার সঙ্গে পরিস্থিতি ঠাণ্ডা করতে নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছিলেন পুলিশ অফিসার সৌম্যজিত রায়। বিমল গুরুং ও তার দলবলের বিরুদ্ধে পাহাড়ে সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্যই তাঁকে চীফ মিনিস্টার ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হল বলেই জানান হয়েছে নবান্ন থেকে। সৌম্যজিত রায় ছাড়াও দার্জিলিং এ কাজ করে আইপিএস ও দাজিলিং এর পুলিশ সুপার আখিলেশ চতুর্বেদী ও সদর পুলিশ থানার এসআই অভিজিত বিশ্বাসও পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে চীফ মিনিস্টার ব্রেভারি অ্যাওয়ার্ডস।

এছাড়াও হাওড়া জিআরপি কে জেলায় আইন শৃঙ্খলা ভাল ভাবে বজায় রাখার জন্য ও কালিয়াগঞ্জ থানাকে সেরা থানার পুরষ্কার দেওয়া হবে।

আরও পড়ুনঃ

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন