বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

883
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

The News বাংলা: বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এবার কি বসবেন এক হিন্দু নারী? গোটা বিশ্ব এখন তাকিয়ে সেই দিকেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা দিয়েছেন, ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদ সদস্য তুলসি গাবার্ড। ২০২০ সালে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তুলসি গাবার্ড জিতলে তিনিই হবেন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্টও।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে পারেন এক হিন্দু নারী, তুলসি গাবার্ড। ডেমোক্র্যাট দলের দলীয় মনোনয়ন পেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হবেন প্রথম হিন্দু সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

তুলসি গাবার্ড এর বাবা-মা ছিলেন আমেরিকান সামোয়া। তুলসির দুবছর বয়সের সময়ই তাঁরা পাকাপাকিভাবে হাওয়াই-য়ে চলে আসেন। বাবা-মা খ্রিস্টান হলেও হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্র, কীর্ত্তন চর্চা করতেন। তাঁর মা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন এবং হিন্দু ধর্মের কিছু আচার, রীতি-নীতিও পালন করতেন। আর মেয়ে তুলসি কিশোরী বয়স থেকেই হিন্দু ধর্ম গ্রহণ করেন।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। ভারতের পরে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এইদেশেই। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন গণতন্ত্রগুলির একটিও বটে। ২০২০ সালে সেদেশের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জায়গায় এবার কে? উঠছে প্রশ্ন।

২০১৬ সালের ৮ই নভেম্বর আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে, ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি ক্লিন্টন। তিনি জিতলে তিনিই আমেরিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে রেকর্ড করতেন।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে তুলসি বলেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দেব”। তুলসির এই ঘোষণায় মার্কিন মুলুকের ভারতীয় বংশোদ্ভুদরা দারুণ খুশি। আর এই হিন্দু নারী ও রাজনীতিবিদ আবার প্রবাসী ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়।

আরও পড়ুনঃ

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

তুলসি গাবার্ড হলেন ইরাক-যুদ্ধ বিরোধী একজন রাজনীতিক এবং নির্বাচনে জিতলে তিনি যুদ্ধ-বিরোধী প্রচারকেই বিশেষ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। আগামী নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়বেন তিনি। অবশ্য দলের আভ্যন্তরীণ নির্বাচনে জয়ী হলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

তুলসি গাবার্ড তার জীবনের প্রথম দিকেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মার্কিন ইতিহাসে একসঙ্গে চারটি রেকর্ড গড়বেন। প্রথমত তিনি হবেন সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। দ্বিতীয়ত মার্কিন ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট। তৃতীয়ত তিনি হবেন খ্রিস্টান নন, এমন প্রেসিডেন্ট। চতুর্থত প্রথম হিন্দু প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ

নিজের দেশেই হামলা চালাতে ইরাককে অনুমতি দিলেন প্রেসিডেন্ট আসাদ

অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

কিন্তু তুলসি গাবার্ড এর জন্য জয়ের রাস্তা খুবই কঠিন। মার্কিন মুলুকে হিন্দুদের সংখ্যা এক শতাংশেরও কম। তবে, ভারতীয় বংশোদ্ভুদদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। যদিও নিজের দলেই একাধিক নেতার থেকে তিনি লড়াইয়ে পিছিয়ে আছেন। শেষ পর্যন্ত তিনি ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হন কিনা সেটাই এখন দেখার।

প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি আবারও রিপাবলিকানদের প্রার্থী হতে চান। সেক্ষেত্রে, ট্রাম্পের বিরুদ্ধে কোনও শক্তিশালী প্রার্থীকেই দাঁড় করাতে চাইবেন ডেমোক্র্যাটরা। নির্বাচিত হলে ২০২০ এর নির্বাচনে প্রথমবার ইতিহাস গড়তে পারেন তুলসি গাবার্ড।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News  বাংলা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী/The News বাংলা

নির্বাচিত হয়ে জিতলে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন তিনি। যদি না জেতেন, তবুও সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী, হিন্দু প্রার্থী— এরকম একাধিক ইতিহাস তৈরি করবেন তিনি। মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে চার বারের ডেমোক্র্যাট সদস্য তিনি। ভোটে জিতে প্রথমবারের জন্য মার্কিন কংগ্রেসে ভগবৎ গীতা হাতে শপথ নেন এই তুলসি। ভারতবিরোধী যে কোনো সিদ্ধান্তে তিনি সবসময়ই প্রতিবাদ করেছেন। সে কারণে মার্কিন প্রবাসী ভারতীয়দের কাছে তার জনপ্রিয়তা তুঙ্গে।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

সম্প্রতি লস এঞ্জেলেসে এক সভায় মার্কিন প্রবাসী প্রখ্যাত এক ভারতীয় চিকিৎসক সম্পত শিবাঙ্গি তুলসি গাবার্ড সম্পর্কে বলেন, “৩৭ বছরের এই তুলসিই ২০২০ সালে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট”। পরে তুলসীও ওই মঞ্চ থেকে জনতার উদ্দ্যেশে ভাষণ দেন।

তুলসির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তার নির্বাচনী টিম ইতিমধ্যেই প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি বাছাইয়ের দৌড় শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইওয়া ককেসাস দিয়ে। তারপর হ্যাম্পশায়ার, নেভাদা হয়ে শেষ হবে দক্ষিণ ক্যারোলিনায়। সবার নজর এখন তুলসি গাবার্ড এর দিকেই।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন