নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে ‘সেরা’ ভারত

503
নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা
নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা

The News বাংলা: কোথায় পরিবার পরিকল্পনা? কোথায় ‘হাম দো হামারা দো’-র পর ‘হাম এক হামারা এক’? নতুন বছরের প্রথম দিনেই মানুষ জন্মের বিচারে বিশ্বের সব দেশকে টেক্কা ভারতের। এমনকি বিশ্বের সবচেয়ে বেশি লোকসংখ্যার দেশ চীনকেও অনেক পিছনে ফেলে দিয়েছে ভারত।

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

পরিবার পরিকল্পনা সত্ত্বেও দেশের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আর এই বৃদ্ধিতে আপাততঃ ১৩৬ কোটির ভারত টেক্কা দিচ্ছে ১৪১ কোটির চীনকেও। এমনই রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ। ১লা জানুয়ারীতেও শিশু জন্মের হারে ভারত অনেক এগিয়ে চীনের চেয়ে।

আরও পড়ুন: ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা
নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা

গোটা বিশ্বে ২০১৯ এর ১লা জানুয়ারী জন্মানো শিশুদের মধ্যে ১৮ শতাংশ জন্মেছে ভারতে। মঙ্গলবার ইউনিসেফের পক্ষে দেওয়া হিসেবে ভারত বছরের প্রথম দিনে ৬৯ হাজার ৯৪৪ নবজাতককে স্বাগত জানিয়েছে পৃথিবীতে। এই সংখ্যাটা চিনের ক্ষেত্রে ৪৪ হাজার ৯৪০। ১লা জানুয়ারী জন্মহারে ভারত চীনের চেয়ে এগিয়ে প্রায় ২৫০০০!

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

ইউনিসেফের ওই রিপোর্টে বলা হয়েছে ভারত ও চীনের পর এই তালিকায় তিন নম্বরে রয়েছে নাইজেরিয়া। সে দেশে বছরের প্রথম দিনে শিশু জন্মের সংখ্যা ২৫ হাজার ৬৮৫। পাকিস্তান ১৫১১২ জন বাচ্চার জন্ম দিয়ে চতুর্থ স্থানে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদসংস্থা পিটিআই-এর দাবি, ইউনিসেফের ওই রিপোর্টে আরও বলা হয়েছে গোটা বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২ জন। প্রায় চার লাখ নবজাতকের মধ্যে সবার উপরে থেকে ভারতের সংযোজন প্রায় ৭০ হাজার নবজাতক।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা
নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা

আরও পড়ুন: পুরীর ‘স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল’ এর কিছু মনমুগ্ধকর ছবি

১লা জানুয়ারী বিশ্বে যে ৩ লাখ ৯৫ হাজার ৭২ শিশুর জন্ম হয়েছে তার মধ্যে প্রায় অর্ধেক মাত্র ৭টি দেশে। ভারত, চীন, নাইজিরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আমেরিকা ও কঙ্গোতে। রিপোর্ট ইউনিসেফের। ছোট দেশ হয়েও শতাংশর হিসাবে বেশ এগিয়ে প্রতিবেশী বাংলাদেশ। ১লা জানুয়ারী জন্ম হয়েছে ৮৪২৮ জন শিশুর।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

গোটা বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২। আর ভারতে বেড়েছে ৬৯৯৪৪। প্রায় ১৮ শতাংশ। ভারতের এই হিসাব চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ফ্যামিলি প্লানিং বলে আদৌ কিছু আছে ভারতে, প্রশ্ন গোটা বিশ্বের।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

১লা জানুয়ারী কোথায় জন্ম নিল কত শিশু? একনজরে বিশ্বের প্রথম ৭ টি দেশ। ১ লা জানুয়ারী এই সাতটি দেশেই জন্ম হয়েছে বিশ্বের অর্ধেক শিশুর।

১. ভারত: ৬৯৯৪৪ ২. চীন: ৪৪৯৪০ ৩. নাইজিরিয়া: ২৫৬৮৫ ৪. পাকিস্তান: ১৫১১২ ৫. ইন্দোনেশিয়া: ১৩২৫৬ ৬. আমেরিকা: ১১০৮৬ ৭. কঙ্গো: ১০০৫৩।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন