দিল্লিতে ম’দ কে’লেঙ্কারির আসল পান্ডা কেজরি-সিসোদিয়া, কড়া নিশানা বিজেপির

269
দিল্লিতে ম'দ কে'লেঙ্কারির আসল পান্ডা কেজরি-সিসোদিয়া, কড়া নিশানা বিজেপির
দিল্লিতে ম'দ কে'লেঙ্কারির আসল পান্ডা কেজরি-সিসোদিয়া, কড়া নিশানা বিজেপির

দিল্লিতে ম’দ কে’লেঙ্কারির আসল পান্ডা কেজরি-সিসোদিয়া, এবার কড়া নি’শানা বিজেপির। দিল্লির ম’দ নীতি কে’লেঙ্কারির মাধ্যমে, অর্থ সংগ্রহ করেছিলেন মণীশ সিসোদিয়া। সেই সংগৃহীত অর্থই ব্যয় হয়েছে, পঞ্জাব বিধানসভা নির্বাচনে। এমন বি’স্ফোরক দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-য়ের। এই দুর্নীতির এফআইআরে নাম আছে, দিল্লির আপ সরকারের উপমন্ত্রী মণীশ সিসোদিয়ার। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে ম’দ কে’লেঙ্কারিতে অভিযুক্ত করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও আম আদমি পার্টির তরফ থেকে, এটাকে প্র’তিহিং’সা-মূলক রাজনীতি বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-র অভিযোগ, দিল্লির ম’দ-নীতি কে’লেঙ্কারির মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিলেন সিসোদিয়া। সংগৃহীত অর্থই ব্যয় হয়েছে, পঞ্জাব বিধানসভা নির্বাচনে। সিবিআই-য়ের অভিযোগকে সামনে রেখেই, বিজেপি নেতা-কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের অভিযোগ, “দিল্লি সরকারের এই ম’দ নীতি কে’লেঙ্কারির দুর্নীতির শিকড় শুধু দিল্লিতেই নয়, পঞ্জাবে পর্যন্ত রয়েছে। পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার, আসলে মা’তালদের সরকার। যেখানে প্রধান অভিযুক্তের তালিকায় রয়েছেন মণীশ সিসোদিয়া। সেই কেলেঙ্কারির মূল হিসেবে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখ”।

আরও পড়ুনঃ প্রচুর টাকা নিয়ে ‘সরকারি গাড়িতে’ ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান আয়কর দফতরের

সামনেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। পাঞ্জাবের মতোই সেখানে নির্বাচন লড়বে, আম আদমি পার্টি। তাই হিমাচল প্রদেশের ভূমিপুত্র অনুরাগ ঠাকুরকে, ম’দ-নীতি ইস্যুতে আপ-কেজরিওয়াল-কে নিশানা করতে এগিয়ে দিল বিজেপি। এমনটাই অভিযোগ করছেন, আম আদমি পার্টি নেতৃত্ব। তবে, “এভাবে সিবিআই-কে ব্যবহার করে আম আদমি পার্টিকে দমানো যাবে না”, বলেই জানিয়েছেন আপ নেতারা।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন