মমতার বিশ্ববাংলার লোগোয়; ‘ব’ উড়িয়ে রাম লিখে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার জগদ্দল এর কাকিনারা। সেখানকার একটি হনুমান মন্দিরে এমন ঘটনা ঘটেছে। সোমবার সকলের চোখে পড়ে; বিশ্ব বাংলার লোগোয় ‘ব’ উড়িয়ে রাম লিখে দিয়েছে কেউ বা কারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্দলের কাকিনারায়; ওই হনুমান মন্দিরের মধ্যে বিশ্ববাংলার একটি লোগো বসানো রয়েছে। সোমবার সকালে দেখা যায়; লোগোয় থাকা ‘ব’ জায়গায় লিখে দেওয়া হয়েছে রাম। আর তারপরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
এদিন সকালে বিষয়টি নজরে আসার পর থেকেই; হইচই পড়ে যায় গোটা এলাকায়। ওই হনুমান মন্দিরের পুরোহিত ধনঞ্জয় দাস। তিনি জানান; সকালে এসে বিষয়টি তাঁর নজরে আসে। কারা এই কাজ করেছে; সেই বিষয়টি নিয়ে তিনি কিছু জানেন না।
মন্দিরের তরফ থেকেই; এই ঘটনায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। তবে এখনই পুলিশের তরফে; কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। যদিও এই কাজে বিজেপির কর্মীরা জড়িত থাকতে পারে বলে; স্থানীয়দের একাংশ দাবি করেছে।
আরও পড়ুনঃ জয় শ্রী রাম লেখা ১০ লাখ পোস্টকার্ড মমতার বাড়িতে যাচ্ছে
লোকসভার প্রচারপর্ব থেকেই; রাজ্যে ‘জয় শ্রী রাম’ বিতর্ক চলছে। নির্বাচনী প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে; জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। সম্প্রতি ভাটপাড়াতেও একই দিনে দুবার একই ধরনের ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ওপর; চাপ বাড়িয়েই চলছে লোকসভা নির্বাচনে বাংলা ও ভারত জুড়ে অভাবনীয় ফল করা বিজেপি। তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতাকে ‘জয় শ্রী রাম’ লেখা; ১০ লাখ পোস্ট কার্ড পাঠান হবে বলে জানিয়েছিলেন; ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সোমবার থেকেই সেই কার্ড পাঠান শুরু করলেন অর্জুন।
অন্যদিকে, জয় শ্রী রামের পর এবার মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা কামনা করে; পোস্টকার্ড পাঠানোর ভাবনা বিজেপির। মমতাকে রাগাতে; এবার নতুন উদ্যোগ বঙ্গ বিজেপির। আর এই উদ্যোগ নিয়েছেন; আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
এবার বিশ্ব বাংলার লোগোয় রাম লিখে দিয়ে; মুখ্যমন্ত্রী মমতাকে আরও উত্যক্ত করতেই বিজেপি এই কাণ্ড করেছে বলেই অভিযোগ তৃণমূলের। বিজেপি নেতারা জানিয়েছেন; মমতা জয় শ্রী রামকে গালাগাল বলাতেই রামভক্তরা এই কাজ করেছে।