কাশ্মীরের সোপিয়ানে সেনা জঙ্গি ধুন্ধুমার লড়াই; খতম তিন জঙ্গি। গুলির লড়াইয়ে শহিদ এক সেনা জওয়ানও। পুলওয়ামার ডোলিপাড়ায়; বৃহস্পতিবার সকালে শুরু হয় গুলির লড়াই। বেশ কয়েক ঘণ্টা লড়াইয়ের পর; তিন জঙ্গিকে নিকেশ করা হয়। প্রাণ হারান এক আর্মি অফিসারও।
আরও পড়ুনঃ ভোটের আগে ফের সরিয়ে দেওয়া হল বাংলার দুই পুলিশ অফিসারকে
কাশ্মীরের পুলওয়ামার ডোলিপাড়ায়; একটি বাড়িতে আত্মগোপন করে ওই জঙ্গিরা। খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে; ভারতীয় সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল। শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের তরফ থেকে ছোঁড়া হয় গ্রেনেড। তিন জঙ্গিই পাক জইশ ই মহম্মদ জঙ্গি বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানা এলাকা থেকে মানুষকে পালাতে হল কেন
ঘটনায় একজন আর্মি অফিসার শহিদ হন। একজন সাধারণ বাসিন্দাও মারা যান। তিনজন জওয়ান আহত হয়েছেন এই লড়াইয়ে। রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন; তিনজন জঙ্গির মধ্যে দুজন স্থানিয় জইশ জঙ্গি। অন্যজন পাকিস্তান থেকে আসা জইশ জঙ্গি।
আরও পড়ুনঃ ফের কালো টাকা উদ্ধার করল লালবাজার গোয়েন্দা বিভাগ
বাকি জঙ্গিদের খোঁজে; চিরুনি তল্লাশি চালায় সেনাবাহিনী। কাশ্মীরের পুলওয়ামায় আধা সেনার কনভয়ে; আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। তারপর থেকেই প্রায় প্রতি সপ্তাহে জঙ্গি নিধনে; সাফল্য পেয়েছে ভারতীয় সেনা।