উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার মুসলিম লীগকে সেই সংক্রমণকারী জীবাণু (ভাইরাস) বলে উল্লেখ করলেন যারা ভারতের স্বাধীনতার সময় দেশ ভাগের বীজ বপন করেছিল। ভারতীয় জনতা পার্টির এই নেতা কংগ্রেসকে “এই জীবাণুতে সংক্রামিত” বলে উল্লেখ করেন এবং সাধারণ মানুষকে সেই দল থেকে সাবধান থাকতে বলেন। আর এই বক্তব্য নিয়েই শুরু হয়ে গেছে জোর বিতর্ক।
আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল
একের পর এক ট্যুইট বার্তায় আদিত্যনাথ লেখেন যে যদি কংগ্রেস এবং তার সহযোগি দলগুলি আগামী লোকসভার ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে এই জীবাণু ক্রমশ সংক্রামিত হতে থাকবে। এই মন্তব্যের পরেই তীব্র সমালোচনা শুরু হয়ে যায় বিরোধীদের তরফ থেকে।
আরও পড়ুনঃ হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর
ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘১৮৫৭ সালের স্বাধীনতার যুদ্ধে (যা সীপাহী বিদ্রোহ নামে ক্ষ্যাত) সারা ভারত একসঙ্গে লড়েছিল। কিন্তু তারপর মুসলিম লীগ সারা ভারত জুড়ে এমন ভাবেই প্রভাব বিস্তার করে যার ফলশ্রুতিতে স্বাধীনতার সময় দেশ ভাগ হয়। আজ আবার সারা দেশের ওপর সেই প্রভাব বিস্তারিত হতে শুরু করেছে’।
আরও লেখেন যোগী,’ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সবুজ রঙের পতাকা আবার উড়তে শুরু করেছে, আর কংগ্রেস সেই জীবাণুতে সংক্রামিত হয়েছে। তাই সকলে সতর্ক থাকুন’।
আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলিকে আক্রমণ করে একটি কবিতাও পোস্ট করেন, যার সারমর্ম হল দুর্নীতিতে ভরা দলগুলি একজোট হয়ে ভোটের লড়াইকে আশঙ্কাজনক করে তুলেছে।
ট্যুইট করে তিনি লেখেন যে মহাজোট হিন্দুস্তানকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে । তিনি বলেন মানুষই ঠিক করবে কি করে দেশকে রক্ষা করাযায় এবং গণতন্ত্রকে বাঁচানো যায়।
আরও পড়ুনঃ প্রথম দফার ভোটে বাংলায় অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন
গত বুধবারই নির্বাচন কমিশন ভারতীয় সেনাকে মোদী সেনা বলার জন্য আদিত্যনাথের বিরুদ্ধে নোটিশ জারি করে। ৫ই এপ্রিলের মধ্যে সেই নোটিশের উত্তর দেওয়ার জন্য কমিশন আদিত্যনাথকে নির্দেশ জারি করে।
আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের
গত ৩১শে মার্চ গাজিয়াবাদে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ দাবি করেন কংগ্রেস সরকার যেখানে সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাইয়ে আপ্যায়ন করত, মোদী সেনা সেই সন্ত্রাসবাদীদেরই পাল্টা বোমা ও গুলির মাধ্যমে মোকাবিলা করছে। সেই সভাতেই তিনি ইউপিএ আমলে কংগ্রেসকে সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব নিয়ে চলার অভিযোগ তোলেন।
আরও পড়ুনঃ ছোট্ট শিশুর অসাধারণ কাণ্ডে মুগ্ধ ও অবাক গোটা দেশ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।