আরও বেশ কিছু আজমল কাসভ এর মত জঙ্গি ভারতে পাঠিয়ে হাজার হাজার সাধারন মানুষকে মেরে ভারতকে শিক্ষা দিতে চায় পাক জঙ্গিরা। ২৬/১১ এর মত ফের জঙ্গি হামলার ছক কষছে জেহাদি জঙ্গি গোষ্ঠীগুলি। না, কোন সূত্রের খবর নয়। অকাট্য প্রমাণ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। আর এই কথা জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।
আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। পরিকল্পনা আগে থেকেই ছিল। এবার ‘বালাকোটের অপমানের’ বদলা নিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে পাক জঙ্গিরা। প্রমাণ এসেছে ভারতীয় সিক্রেট সার্ভিসের কাছে, জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।
আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান
২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কাছে পাওয়া বিভিন্ন সূত্রে দেখা গিয়েছে, পাকিস্তানের মদতে তৈরি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের ‘সমুদ্র জেহাদ’ নামে দল তৈরি করেছে।
আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত
এরা বিভিন্ন সমুদ্র পথ দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। এর সবটাই হচ্ছে পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এমনটাই জানা যাচ্ছে নৌসেনা সূত্রে। উল্লেখ করা যেতে পারে, কয়েক মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় নৌসেনাকে নিশানা করতে পারে জঙ্গিরা। বালাকোটে ভারতের বিমান হানার পর সেই সম্ভাবনা আরও জোরদার হয়েছে বলেই জানিয়ে দিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।
আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা
ভারতে লোকসভা ভোটের মধ্যে বা তার আগেই ২৬/১১-র মুম্বাইয়ের মত ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের ভারত কাঁপাতে প্রস্তুতি নিচ্ছে পাক-মদতপুষ্ট উগ্রবাদী ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’। ২৬/১১-এর মুম্বইয়ের মতই ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। জইশ ই মহম্মদ ও লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠী এই চক্রান্তের পিছনে আছে বলেই পরিষ্কার জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বালাকোট হামলার বদলা নিতেই পাকিস্তানের মদপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন যৌথভাবে ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’ নামে দল তৈরি করেছে। এরা সমুদ্রের বিভিন্ন চ্যানেল দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। তবে কোন শহর জঙ্গিদের টার্গেট সেটা এখনও পরিষ্কার জানা যায়নি বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু
পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি চলছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য ২০০৮ সালে ভারতের ব্যস্ততম নগরী মুম্বাইয়ের বুকে এক জঙ্গি হামলায় পর্যটক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৭৮ জনের মর্মান্তিক মৃত্য হয়। ঠিক সেই ভাবেই যত বেশি সংখ্যক মানুষ মারতে চায় জঙ্গিরা। দেশের সব সমুদ্র বন্দরকে সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে।
আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।