WestBengalPolice – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 09 Oct 2022 05:35:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WestBengalPolice – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দশমীতে নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধ-র্ষ-ণ করে খু’ন অভিযোগ পরিবারের https://thenewsbangla.com/minor-girl-body-recovered-from-hooghly-jangipara-pond-missing-from-vijaya-dasami/ Sun, 09 Oct 2022 05:34:46 +0000 https://thenewsbangla.com/?p=16910 দশমীতে নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধ-র্ষ-ণ করে খু’ন অভিযোগ পরিবারের। দশমীর রাত থেকেই নিখোঁজ ছিল কিশোরী। তিনদিন পরে তার দেহ পাওয়া গেল, হুগলির জাঙ্গিপাড়ার একটি ঝিলে। নাবালিকা ওই কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে ধ-র্ষ-ণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরই বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এমনকী, সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধারেও, পুলিশকে বাধা দেন পরিবারের সদস্যরা। কোনওরকমে দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

দশমীর রাতে ভাই-বোনদের সঙ্গে নিয়ে, ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই নাবালিকা কিশোরী। ভাই-বোন বাড়ি ফিরলেও, সেই ক্লাস সেভেনে পড়া ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। রাতে মেয়েকে বাড়িতে ফিরতে না দেখে, চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। আশপাশের এলাকায় খোঁজাখুঁজিও করেন তাঁরা। কিন্তু, কিশোরীর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর তাঁরা নিখোঁজ অভিযোগ দায়ের করেন থানায়। তবে পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করেনি।

আরও পড়ুনঃ অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম, বাস্তবে সত্যি হল বাংলার হরিদেবপুর মা’র্ডারে

অবশেষে তিনদিন পর শনিবার, বাড়ি থেকে এক-কিলোমিটার দূরে খালের জলে ওই কিশোরীর নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন এসে, কিশোরীর জামাকাপড় দেখে দেহ শনাক্ত করেন। ঝিলের পাশে পুরুষদের এক জোড়া জুতো, পড়ে থাকতে দেখেন তাঁরা।

আরও পড়ুনঃ বাংলার ‘যমালয়ে জীবন্ত মানুষ’, পুজো কার্নিভালে গরুর গুঁতোয় মৃত এক আহত অনেক

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন, ওই কিশোরীর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানালেও পুলিশ সময়মত কোনও ব্যবস্থা নেয়নি। পরিবারের অভিযোগ, তাকে ধ-র্ষ-ণ করে খুন করা হয়েছে।

অ্যাডিশনাল পুলিশ লাল্টু হালদার বলেছেন, “স্থানীয় বাসিন্দাদের সাহায্যে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত হলে বোঝা যাবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে, সেটারও আমরা তদন্ত করে দেখব। অভিযোগ সত্যি প্রমাণ হলে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে এবং গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হবে”।

তবে যেভাবে বাংলায় একের পর এক খু’নের ঘটনা ঘটছে, তাতে পুলিশ-প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গেছে মানুষের।

]]>
“আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/abhishek-banerjee-i-would-have-shot-in-the-head-police-showed-restraint/ Wed, 14 Sep 2022 12:24:17 +0000 https://thenewsbangla.com/?p=16795 “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত এসিপিকে দেখতে, এসএসকেএম গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বড়বাজারে বিজেপি-র নবান্ন অভিযানে আক্রান্ত হন তিনি। বুধবার তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়েই, বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন অভিষেক।

পরিস্কার বলেন, “আমি ওখানে থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”। নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, এদিন একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন; নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক

এদিন অভিষেক কপালের মাঝখান দেখিয়ে পরিস্কার বলেন, “আমি থাকলে ঠিক মাথায় গুলি করতাম”। অভিষেক আরও বলেন, “গায়ের জোরে গুন্ডামি, মস্তানি করেছে বিজেপি। পুলিশকে স্যালুট। যে ধৈর্য, সংবেদনশীলতা এবং সংযমের পরিচয় দিয়েছেন ওঁরা, তার জন্য কুর্নিশ জানাই। ওঁদের নিরলস পরিশ্রমের জন্যই, আজ বাংলা সুরক্ষিত। ওদের জন্যই দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ, কাল প্রকৃত সত্য তুলে ধরেছেন”। অভিষেকের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

]]>
নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক https://thenewsbangla.com/nabanna-abhjaan-police-could-have-opened-fire-if-they-wanted-said-mamata-abhishek/ Wed, 14 Sep 2022 12:06:51 +0000 https://thenewsbangla.com/?p=16792 নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে, রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা, হাওড়া। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, আন্দোলনরত বিজেপি কর্মীদের। তাঁরা ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী ও বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন। সেই নবান্ন অভিযান নিয়েই, এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে মানুষের ভোগান্তি হয়েছে, সমাজবিরোধী কাজ রাজনীতিতে খাপ খায় না। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত, কিন্তু এটা কাম্য নয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে”।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, ‘কত লোক’, মিলছে না মমতা ও অভিষেকের বক্তব্য

একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে বেরিয়ে এসে অভিষেক বলেন, “পুলিশকে কুর্নিশ, তারা অত্যন্ত সংযম দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তারা চাইলেই গুলি চালাতে পারত। পুলিশ অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়েছে”। “গাড়ি পোড়াবার পেট্রোল কোথা থেকে পেল, লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে”, সাংবাদিকদের বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

]]>
শুরুর আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান, সৌজন্যে মমতার পুলিশ https://thenewsbangla.com/nabanna-avijaan-by-bengal-bjp-makes-super-hit-by-mamata-banerjee-govt-bengal-police/ Tue, 13 Sep 2022 05:34:14 +0000 https://thenewsbangla.com/?p=16765 রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীদের আটকে, নবান্ন অভিযান শুরুর আগেই ‘সুপারহিট’ করে দিল মমতার পুলিশ। গতকাল বিকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে ঢুকে, বিজেপি কর্মীদের আটকে দেয় রাজ্যের পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে, আটকানো হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের। আর এইভাবে নবান্ন অভিযান শুরুর আগেই, বিজেপিকে খবরে এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্য জুড়ে বিজেপিকে আটকে, নবান্ন-অভিযান শুরু আগেই ‘হিট’ করে দিল পুলিশ।

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি চলছে, গোটা রাজ্য জুড়ে। বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কোথাও একনাগাড়ে বৃষ্টির পর, জল জমেছে। যান চলাচল ব্যহত হাওড়া-কলকাতা শহর জুড়ে। বিরূপ প্রকৃতি, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই নবান্ন অভিযান সফল করতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই, রাত থেকেই শহরের বিভিন্ন-প্রান্তে জমায়েত হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের

হাওড়া, শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলির, যাত্রীদের বেশিরভাগই এসেছেন বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে। এছাড়া বর্ধমান, হুগলী, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও, ট্রেন, বাস, গাড়ি করে কলকাতা-মুখী বিজেপি সমর্থকরা। পাল্টা বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশও। রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের সামনে, কড়া পুলিশি প্রহরা।

তবে যেভাবে সোমবার বিকাল থেকে ও মঙ্গলবার সকাল থেকেই, বিভিন্ন স্টেশনে ঢুকে বিজেপি-কর্মীদের কোথাও আটকানো হল, কোথাও গ্রেফতার করা হল, তাতে শুরু আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান।

]]>
বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের https://thenewsbangla.com/bjp-nabanna-avijaan-north-bengal-bjp-supporters-are-blocked-by-bengal-police-in-stations-platform/ Mon, 12 Sep 2022 15:56:04 +0000 https://thenewsbangla.com/?p=16761 বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের। উত্তরবঙ্গে স্টেশনে ঢুকে, বিজেপি-কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় রাজ্য পুলিশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে, বিজেপি-কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দেয়, বেশ কিছু পুলিশকর্মী। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা, দেখা গিয়েছে সোমবার সারাদিন ধরে। স্টেশনে দাঁড়ানো বিজেপির স্পেশাল ট্রেনেও, উঠতে বাধা দেয় পুলিশ।

আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন, বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায়, আসার কথা ছিল তাঁদের। আলিপুরদুয়ার স্টেশনে ঢুকে, তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে বাধা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও, প্রশ্ন তুলেছে আরপিএফ অফিসাররা।

আরও পড়ুনঃ “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার

জেলা পুলিশের দাবি, ‘প্ল্যাটফর্মে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁরা সরকার-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। চোর বলা হচ্ছিল, রাজ্য সরকারকে। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে’। বিজেপি কর্মীদের আটকাতে, স্টেশনে-স্টেশনে টহল দিতে দেখা যায় জেলা-পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি।

কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে, কোচবিহারেও ট্রেনে উঠতে, স্পেশাল-ট্রেনে উঠতে বিজেপি-কর্মীদের বাধা দেওয়া হয়। পদ্ম শিবিরের দাবি, বিজেপি কর্মীরা যাতে কলকাতায় না আসতে পারেন, সেই কারণেই চক্রান্ত করে এই কাজ করা হয়েছে।

]]>
কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ https://thenewsbangla.com/gujarat-police-dri-recovered-huge-drugs-worth-200-crore-from-kolkata-port/ Sat, 10 Sep 2022 05:54:10 +0000 https://thenewsbangla.com/?p=16749 কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ। ২০০ কোটি টাকার মাদক উদ্ধার কলকাতা বন্দরে! গুজরাত পুলিশের এটিএসের অভিযানে বড়সড় সাফল্য। গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা বা এটিএস এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, কলকাতা বন্দরে যৌথ অভিযান চালায়। কলকাতা বন্দর থেকে উদ্ধার করা হয়, প্রায় ২০০ কোটি টাকার হেরোইন।

কলকাতা বন্দরে একটি যন্ত্রাংশের কন্টেনারের মধ্যে পাওয়া যায় এই বিপুল অর্থমূল্যের মাদক। বন্দরে বাতিল জিনিসপত্রের একটি কন্টেনার থেকে, প্রায় ৪০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়, বলে সূত্ৰর খবর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে এই মাদক আমদানি করা হয়েছিল, বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয়

গুজরাত পুলিশের ATS এবং ভারত সরকারের DRI, কলকাতায় একটি বড় অভিযান চালিয়ে, এই ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে। গুজরাত এটিএসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আবর্জনার ভেতর থেকে একটি কন্টেনারে ৪০ কেজি নেশার দ্রব্য পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য ২০০ কোটি টাকা বলে গুজরাত এটিএস সূত্রে জানানো হয়েছে।

গুজরাত পুলিশের ডিজিপি আশিস ভাটিয়া জানান, “চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাই থেকে আসে, এই বিপুল পরিমানের মাদক”। গোপন সূত্রে সে খবর পান গুজরাত পুলিশের তদন্তকারী অফিসাররা। মাদক পাচার রুখতে নেওয়া হয় পদক্ষেপ, তার ফলেই উদ্ধার হয়েছে এই বিশাল পরিমাণ মাদক দ্রব্য।

]]>
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে https://thenewsbangla.com/debjani-mukherjee-pressured-to-frame-suvendu-adhikari-sujan-chakraborty-in-saradha-chit-fund-case/ Thu, 08 Sep 2022 06:50:51 +0000 https://thenewsbangla.com/?p=16711 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে। বিস্ফোরক অভিযোগ সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবযানী মুখোপাধ্যায় এর মা শর্বরী মুখোপাধ্যায় এর। “শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে”, বলতে হবে এটাই। দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছে সিআইডি ও জেল কর্তৃপক্ষ, ডিআইজি সিবিআই-কে লিখিত অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

এই অভিযোগের জেরে তৃণমূলের চক্রান্ত প্রকাশ্যে এল, বলেই মনে করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল। দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সিবিআই-কে চিঠি দিলেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। লিখিত চিঠিতে তিনি জানিয়েছেন, জেলেই চাপ দেওয়া হচ্ছে তাঁর মেয়েকে। বলতে হবে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে, সারদা কোম্পানি থেকে”। বিস্ফোরক অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর

রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, “সুদীপ্ত সেন জানিয়েছেন, শুভেন্দু অধিকারী সারদা থেকে ৬কোটি টাকা নিয়েছেন”। সেটাও যে জোর করে চাপ দিয়ে বলানো হয়েছে, সেটাও প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “পিসি-ভাইপোর সিআইডি-কে দিয়ে চক্রান্ত করা, প্রকাশ্যে চলে এল”। সুজন চক্রবর্তী জানিয়েছেন, “রাজ্য সরকারের সাহস থাকলে মামলা করুক, আমি হাসপাতালে শুয়ে পড়ব না”। যদিও সিআইডি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল।

]]>
একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর https://thenewsbangla.com/baguiati-twin-murder-case-students-murder-tmc-councilor-celebrates-birthday/ Thu, 08 Sep 2022 04:55:45 +0000 https://thenewsbangla.com/?p=16708 একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর। একই পুরসভা ওয়ার্ডের দুটি ছবি দেখে, লজ্জায় ঘৃণায় স্তব্ধ বাংলার মানুষ। বাগুইআটির দুই স্কুল পড়ুয়ার নৃ’শংস খু’নের ঘটনায় সরগরম গোটা রাজ্য, একদিকে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী আর অন্যদিকে শোকে মুহ্যমান দুই মাধ্যমিক পড়ুয়ার পরিবার। এখনও অধরা মূল অভিযুক্ত। এরমধ্যেই সাড়ম্বরে জন্মদিন পালন করলেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর। সেই ছবি সামনে আসতেই, তুমুল-বিতর্ক শুরু হয়েছে।

নিহত দুই কিশোরের মধ্যে অভিষেক নস্করের বাড়ি, বিধাননগরের বাগুইআটির অর্জুনপুরের শিবতলা এলাকায় আট নম্বর ওয়ার্ডে। ৭ সেপ্টেম্বর, বুধবারই জন্মদিন ছিল নিহত কিশোর অভিষেক তথা বাবা-মা-বন্ধুবান্ধবদের প্রিয় প্রিন্সের। ১৫ পেরিয়ে ১৬-য় পা দেওয়ার কথা ছিল তার। সেই জন্মদিনেই পুড়ে ছাই হয়ে গেল, তার দেহ। অন্যদিকে এই শোকের আবহেও, সেই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল বেনারসি পরে, কর্মী-সমর্থকদের ভিড়ে জাঁকজমক করে কেক-কেটে জন্মদিন পালন করলেন।

আরও পড়ুনঃ বাংলার সরকারি স্কুলেও ‘ডোনেশন’ দুর্নীতি, দিতে না পারায় ছাত্রের রেজিস্ট্রেশন আটকে

বুধবার নিজের জন্মদিনে, পুড়ে ছাই হল কিশোর অভিষেক, পাশেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাড়ম্বরে জন্মদিন পালন করলেন। বেনারসি পরে, কেক কেটে, জন্মদিন পালনের ছবি প্রকাশ্যে আসতেই, বিতর্ক-নিন্দার ঝড় উঠেছে। ক্ষুব্ধ স্থানীয় মানুষের বক্তব্য, “এলাকায় এরকম মর্মান্তিক ঘটনার রেশ চলাকালীন, কাউন্সিলর কী করে নিজের জন্মদিন পালন করেন”? আট-নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষ-পাল, এই নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

]]>
বিধাননগর, বাগুইআটি, বসিরহাট, দুই ছাত্র খু’নে মমতার পুলিশের উদাসিনতা লজ্জাজনক https://thenewsbangla.com/bidhannagar-baguiati-basirhat-mamata-banerjee-police-indifference-in-two-students-murder/ Wed, 07 Sep 2022 04:58:01 +0000 https://thenewsbangla.com/?p=16699 বিধাননগর, বাগুইআটি, বসিরহাট, দুই ছাত্র খু’নে মমতার পুলিশের উদাসিনতা লজ্জাজনক। নিজেদের মধ্যে কোন যোগাযোগই নেই, দুই কিশোরের অপহরণ এবং খু’নে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল। দুই কিশোরের দেহ উদ্ধারের পরই, বিধাননগর কমিশনারেটকে জানানো হয়েছিল বলে এবার দাবি সামনে এল। সূত্রের খবর, ২৪ ঘণ্টার মধ্যেই দুই কিশোরের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল, বিধাননগর কমিশনারেটকে।

শুধু বিধাননগর কমিশনারেটই নয়, সমস্ত থানাকে জানানো হয়েছিল বসিরহাট জেলা পুলিশ সূত্রে সামনে এল। যদিও বিধাননগর কমিশনারেটের দাবি, বসিরহাট থানা থেকে তাদের কিছুই জানানো হয়নি। এর থেকেই স্পষ্ট, বিধাননগর কমিশনারেট ও বসিরহাট জেলা পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে, তা পরস্পরবিরোধী, কোন মিলই নেই।

আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

বাগুইআটিতে দুই কিশোরের অপহরণ ও খুনের ঘটনায়, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব মৃতের পরিবার। অভিযোগ, সব তথ্য জানানো হলেও, সক্রিয়তা দেখায়নি পুলিশ। বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে প্রায় ১৩ দিন ধরে দেহ পড়ে থাকা সত্ত্বেও, বাগুইআটি থানার পুলিশ কেন তা জানতে পারল না, উঠছে সেই প্রশ্নও।

আরও পড়ুনঃ “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

২২শে অগাস্ট বাগুইআটি থেকে অপহরণ করা হয়, দুই কিশোরকে। পুলিশে জানান হয় ওইদিনই। ২৪শে অগাস্ট বাগুইহাটি থানায়, অপহরণের মামলা রুজু করে দুই পরিবার। অন্যদিকে, ২৩ তারিখই উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার শিরিষতলা থেকে, একটি মৃতদেহ উদ্ধার হয়। পরে বোঝা যায় এটা অতনু দে-র দেহ। ২৫ তারিখ, হাড়োয়া থানা এলাকা থেকে আরেক ছাত্র অভিষেক নস্করের মৃতদেহ উদ্ধার হয়। এরপর দুটি মৃতদেহই পুলিশ মর্গেই দাবিদারহীন অবস্থায় হয়ে পড়ে থাকে।

এখানেই নিহতদের পরিবারের প্রশ্ন, বসিরহাটের পুলিশ মর্গে ১৩ দিন ধরে দেহ দুটি পড়ে রইল, অথচ বাগুইআটি থানা কেন জানতে পারল না? বিধাননগর পুলিশ কমিশনারেট ও বসিরহাট পুলিশ জেলার মধ্যে, কী করে সমন্বয়ের ঘাটতি থেকে গেল? তাতে পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে, নিহত দুই ছাত্রের পরিবার। তাই পুলিশের উপর নির্ভর না করে, এই ঘটনার সিবিআই তদন্ত চান দুই কিশোরের পরিবার ও প্রতিবেশীরা।

]]>
শিউরে উঠল বাংলা, অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃ’শংসভাবে খু’ন https://thenewsbangla.com/bengal-shocked-2-madhyamik-students-kidnapped-and-murdered-at-baguiati/ Tue, 06 Sep 2022 14:01:20 +0000 https://thenewsbangla.com/?p=16678 শিউরে উঠল বাংলা, অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃ’শংসভাবে খু’ন। বাগুইআটিতে অপহরণের পরে, ২ কিশোরকে নৃ’শংসভাবে খু’ন করা হল। বাসন্তীরই ২ জায়গায় মিলল অপহৃত ২ ছাত্রেরই মৃতদেহ। পুলিশের অপদার্থতায় এই ঘটনা, অভিযোগ দুই কিশোরের বাড়ির লোকের। দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুনের ঘটনা নিয়ে, চরম উত্তেজনা ছড়িয়েছে।

বাগুইআটিতে অপহরণের পরে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে, নৃ’শংসভাবে খু’ন। বাসন্তীরই দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে, অপহৃত দুই ছাত্রের মৃতদেহ। মৃতদের নাম অভিষেক নস্কর ও অতনু দে, নয়ানজুলিতে তাদের দেহগুলি পাওয়া যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে, মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী-সহ ২ জন এখনও ফেরার, পুলিশের দাবি, অপহরণের পর চলন্ত গাড়িতেই ওই দুই ছাত্রকে খুন করা হয়।

আরও পড়ুনঃ ‘ব্যপক সম্পত্তি বৃদ্ধি’, মমতার পরিবারের বিরুদ্ধে তরুণজ্যোতির মামলায় ‘পার্টি’ কুণাল

গত ২২ অগাস্ট বাগুইআটির জগত্‍পুর থেকে, দুই ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে। ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে, বাড়িতে এসএমএস পাঠায় অপহরণকারীরা। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়, অভিযোগ পরিবারের। এরপর ২৩ অগাস্ট বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে পরিবার, ২৪ অগাস্ট নিখোঁজ ডায়েরি করা হয়।

তারপরেও পুলিশ তৎপর হয়নি বলে অভিযোগ উঠেছে। খবরের ভিত্তিতে অভিজিৎ বোস নামে একজনকে গ্রেফতার করে পুলিশ, সে স্বীকার করে নেয় অভিষেক ও অতনুকে খুনের কথা। ২২ তারিখেই সত্যেন্দ্র এবং আরও ২-৩জন মিলে, দুই কিশোরকে গাড়ির মধ্যেই মেরে ফেলে।

]]>