ভোটের ফলের পরেই শুভেন্দু সহ ১০০ তৃণমূল বিধায়ক বিজেপিতে, বিস্ফোরক বিপ্লব

2759
ভোটের ফলের পরেই শুভেন্দু সহ ১০০ তৃণমূল বিধায়ক বিজেপিতে, বিস্ফোরক বিপ্লব/The News বাংলা
ভোটের ফলের পরেই শুভেন্দু সহ ১০০ তৃণমূল বিধায়ক বিজেপিতে, বিস্ফোরক বিপ্লব/The News বাংলা

বিপদে মুখ্যমন্ত্রী। ২৩শে মে ভোটের ফল প্রকাশ হবার পরেই ১০০ তৃণমূল বিধায়ক সহ; বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের তমলুকে; শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে; এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তারপরেই বিপ্লব দেবের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে; ময়নার দেউলির নির্বাচনী জনসভায়; শেষ দিনে এসে চাঞ্চল্যকর অভিযোগ করলেন; ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিপ্লব দেব। লোকসভা নির্বাচনের প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রীই বলে গিয়েছেন; তৃণমূল নেতারা তলেতলে তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবার এক কদম এগিয়ে গেলেন; ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আরও পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার ছক, মমতাকে জানাল কেন্দ্র

প্রধানমন্ত্রী বলেছিলেন ৪০জন তৃণমূল বিধায়ক; গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিপ্লবের কথায় সেই সংখ্যা আরও বাড়ল।
শুক্রবার বিপ্লব দেব বলেন; বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ১০০ বিধায়ক। তারা গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়েই রয়েছেন। শুধু তাই নয় বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারীও।

শুক্রবার পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রচারে এসে বিপ্লবের দাবি; তৃণমূলের একশোর বেশি এমএলএ তৈরি হয়ে বসে আছে। ২৩ মে ফল প্রকাশের পরে; দিদির পিছনে আর এমএলএ-রা থাকবে না। সব মোদীর পিছনে চলে যাবে। তখন দেখবেন আপনাদের শুভেন্দুবাবুও চলে যাবেন। আর এই ঘোষণার পরেই বিপ্লবকে পাগল বলে উল্লেখ করে; ডাক্তার দেখানোর পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ঘর, রাস্তা ও স্কুলের দাবিতে ভোট বয়কটে পুরুলিয়ার শবর গ্রাম

বিপ্লবকে বিঁধে শুভেন্দু এদিন বলেন; ওঁদের তো বাতানুকূল জীবন। তাই রোদে প্রচারে এসে মাথা খারাপ হয়ে গিয়েছে। উন্মাদের মতো কথা বলছেন। শুভেন্দুর কটাক্ষ; ২৩ মে-র পরে ওঁদের নিজেদের লুকোনোর জায়গা দেখতে হবে। বাকিদের কথা ভাবার সময়ই পাবেন না।

তারপরেই ২৩ তারিখ ভোটের ফল বেরোনোর পর; ১০০ জন বিধায়কের সাথে শুভেন্দুবাবু ও চলে যাবে বিজেপিতে; এই ঘোষণার বিরুদ্ধে আদালতের দারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। মানহানির মামলা দায়ের করতে চলেছেন তিনি। বিপ্লব দেব নিঃশর্তে ক্ষমা না চাইলে মামলা করবেন বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটের মধ্যেই বিপদে পড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন