সুধা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি, রানি এলিজাবেথের চেয়েও বেশি ধনী

2450
সুধা নারায়ণ মূর্তির মেয়ে, রানি এলিজাবেথের চেয়েও বেশি ধনী
সুধা নারায়ণ মূর্তির মেয়ে, রানি এলিজাবেথের চেয়েও বেশি ধনী

সুধা নারায়ণ মূর্তির মেয়ে; রানি এলিজাবেথের চেয়েও বেশি ধনী। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাকের ভারতীয় স্ত্রী অক্ষতা মূর্তি; ইনফসিস ফাউন্ডার নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির মেয়ে। ভারতীয় এই নারী তাঁর ধনসম্পদের কারণে বেশ আলোচিত। তাঁর আবাসিক কর; মকুফ করেছে যুক্তরাজ্য সরকার। এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। ব্রিটেনের সানডে টাইমস, ২০২১ সালের ধনী ব্যক্তিদের তালিকায়; অক্ষতা মূর্তির নাম রেখেছে। সংবাদমাধ্যমটি বলেছে, অক্ষতা মূর্তি; যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও সম্পদশালী।

ভারতের ধনী পরিবারের জন্ম অক্ষতা মূর্তির। তাঁর বাবা নারায়ণ মূর্তি; প্রযুক্তি জায়ান্ট ইনফোসিস-এর সহপ্রতিষ্ঠাতা। ১৯৮১ সালে স্ত্রী সুধা মূর্তির সঙ্গে; তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ, ১০ হাজার কোটি ডলারেরও বেশি; ওয়াল-স্ট্রিটে নাম যুক্ত করা প্রথম ভারতীয় প্রতিষ্ঠান এটি।

অন্যদিকে অক্ষতার মা সুধা মূর্তি পেশায় ইঞ্জিনিয়ার। ভারতের খ্যাতিমান প্রতিষ্ঠান টাটা মোটরসের; প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। সুধা মূর্তি যখন টাটায় যুক্ত হন; তখন প্রতিষ্ঠানটিতে মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হত না। সুধা এই নিয়মের প্রতিবাদ জানিয়ে, টাটার চেয়ারম্যানের কাছে; লিখিত অভিযোগ দিয়ে আলোচনায় এসেছিলেন।

ঋষি সুনাক ও অক্ষতা মূর্তির পরিচয়; যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ পড়ার সময়। সেখানেই প্রণয়, ২০০৯ সালের আগস্টে; ভারতে তাঁদের বিয়ে হয়। বিয়ের আসরে রাজনীতিক, শিল্পপতি, তারকা সহ; হাজারখানেক অতিথি উপস্থিত ছিলেন।

অক্ষতা মূর্তি পেশায় ফ্যাশন ডিজাইনার; ২০১০ সালে তিনি তাঁর নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘অক্ষতা ডিজাইনস’ গড়ে তোলেন। বাবার কোম্পানি ইনফোসিসে; অক্ষতার নামে প্রায় ১০০ কোটি ডলারের শেয়ার রয়েছে। ২০১৩ সালে ঋষি সুনাকের সঙ্গে যৌথভাবে; ‘কাতামারান ভেঞ্চারস’ নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন অক্ষতা। বর্তমানে এই প্রতিষ্ঠানের পরিচালক অক্ষতা।

ভারতে বেশকিছু স্বনামধন্য রেঁস্তোরা ও জিমে; অক্ষতার বিনিয়োগ রয়েছে। এছাড়া ঋষি–অক্ষতা দম্পতির, লন্ডনের কেনসিংটনে একটি পাঁচ বেডরুমের বাড়ি; যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মোনিকায় বিলাসবহুল ফ্ল্যাট সহ অন্তত চারটি বাড়ি-ফ্ল্যাট রয়েছে। এইসব সম্পদের কারণেই, অক্ষতা মূর্তির নাম; সানডে টাইমসের ধনী ব্যক্তিদের তালিকায় রানি দ্বিতীয় এলিজাবেথের ওপরে রয়েছে। সংবাদমাধ্যমটির হিসাবে, রানির মোট সম্পদের পরিমাণ; প্রায় ৪৬ কোটি ডলার। আর অক্ষতা মূর্তির নামে; শুধুমাত্র ইনফোসিসেই ১০০ কোটি ডলার মূল্যমানের শেয়ার রয়েছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন