সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

594
২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন/The News বাংলা
২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন/The News বাংলা

সপ্তদশ লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট ৭ দফায় হবে ভোট। প্রথম দফায় ভোট ১১ এপ্রিল। ভোট শেষ হবে ১৯ মে। ফল ঘোষণা হবে ২৩ মে।

আরও পড়ুনঃ ৭ দফায় লোকসভা ভোট শুরু ১১ এপ্রিল, ভোট গণনা ২৩ মে
আরও পড়ুনঃ একনজরে দেখে নিন বাংলায় লোকসভা ভোটের তারিখ

একনজরে দেখে নিন, কবে কোথায় কত আসনে ভোটঃ

২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন/The News বাংলা
২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন/The News বাংলা

প্রথম দফা ১১ এপ্রিলঃ-
অন্ধ্রপ্রদেশ ২৫টি আসন, অরুণাচলের ২টি আসন, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, জম্মু কাশ্মীরের, মণিপুর ১, মেঘালয়ের ২, মিজোরামের ১ নাগাল্যান্ডের ১, ওড়িশা ৪, সিকিম ১, তেলেঙ্গানার ১৭ ত্রিপুরা ১, উত্তরপ্রদেশের ৮, উত্তরাখণ্ডের ৫, পশ্চিমবঙ্গের ২, আন্দামান নিকোবর ১, লাক্ষাদ্বীপের ১ আসনে-সহ মোট ৯১ আসনে ভোট।

দ্বিতীয় দফা ১৮ এপ্রিলঃ-
অসম ৫, বিহার ৫, ছত্তিশগড় ৩, জম্মু কাশ্মীর ২, কর্ণাটক ১৪, মণিপুর ১, ওড়িশা ৫ তামিলনাড়ু, ২৯, ত্রিপূরা ১, উত্তরপ্রদেশের ৮, পশ্চিমবঙ্গ ৩, পুদুচেরি ১সহ-মোট ৯৭ আসনে ভোট।

তৃতীয় দফা ২৩ এপ্রিলঃ-
অসম ৪, বিহার ৫, ছত্তিশগড় ৭, গুজরাট ২৬, গোয়া ২, জম্মু কাশ্মীর ১, কর্ণাটকের ১৪, কেরল ১৪, মহারাষ্ট্র ১৪, ওড়িশা ৬, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ১০, দাদরা নগর হাবেলির ১, দমন এবং দিউ ১টি আসন মিলিয়ে ১১৫ আসনে ভোট।

চতুর্থ দফা ২৯ এপ্রিলঃ-
বিহার ৫, জম্মু কাশ্মীর ১, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৬, মহারাষ্ট্র ১৭, ওড়িশা ৬, রাজস্থান ১৩, উত্তরপ্রদেশ ১৩, পশ্চিমবঙ্গ ৮ সহ মোট ৯ রাজ্যে ৭১ আসনে ভোট।

পঞ্চম দফা ৬ মেঃ-
বিহার ৫, জম্মু কাশ্মীর ২, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৭, রাজস্থান ১২, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গের ৭ আসন-সহ মোট ৫১।

ষষ্ঠ দফা ১২ মেঃ-
বিহার ৮, হরিয়ানা ১০, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৮, উত্তরপ্রদেশ ১৮, পশ্চিমবঙ্গের ৮ টি, দিল্লির ৭ টি আসন সহ মোট ৫৯ আসনে ভোট।

সপ্তম দফা ১৯ মেঃ-
বিহার ৮, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৮, পাঞ্জাব ১৩,চন্ডিগড় ১, পশ্চিমবঙ্গ ৯, হিমাচল ৪ টি আসনে ভোট হবে।

দিন কয়েক আগেই কমিশন সূত্রে জানা গিয়েছিল, এই সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। সেইমতো রবিবার বিকেলেই ভোটের দিন ঘোষণা করা হল। গত লোকসভায় অর্থাৎ, ২০১৪ লোকসভায় ভোট ঘোষণা হয়েছিল ৫ মার্চ।

কিন্তু এবছর নির্বাচন ঘোষণায় অনাবশ্যক দেরি করা হচ্ছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল। যদিও, নির্বাচন কমিশনের তরফে এসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। ২০১৪ সালে ভোট হয়েছিল ৯ দফায়। ২০১৪ লোকসভায় ভোট শুরু হয় ৮ এপ্রিল এবং শেষ হয়েছিল ১২ মে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন