থানায় ঢুকে আটক এসডিও, সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ

1981
The News বাংলা Exclusive
The News বাংলা Exclusive

The News বাংলা,রামপুরহাটঃ বীরভূমের রামপুরহাটে পুলিশ বনাম এসডিও ঝামেলার সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ। কার ক্ষমতা বেশি? থানার ডিউটি অফিসার না সাব ডিভিসনের এসডিও-র? এই নিয়েই শুক্রবার তুমুল ঝামেলা হয় বীরভূমের রামপুরহাট থানায়। বীরভূমের রামপুরহাট থানার মধ্যেই ডিউটি অফিসার বনাম এসডিও-র ঝামেলার সেই ভিডিও ভাইরাল। আর তার জেরে ২ ঘণ্টা আটকে রাখা হল রামপুরহাট সাব ডিভিসনের এসডিও শ্রুতিরঞ্জন মহান্তিকে। ঝড় রাজ্য প্রশাসনে।

পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজঃ

শুক্রবার রামপুরহাট থানায় গিয়ে থানার লক আপ চেক করে বিতর্কে জড়ান রামপুরহাট সাব ডিভিসনের এসডিও শ্রুতিরঞ্জন মহান্তি। ঝামেলায় জড়িয়ে পড়েন রামপুরহাট থানার পুলিশ কর্মীদের সঙ্গে।

The News বাংলা Exclusive
Image: The News বাংলা Exclusive

দেখুন মোবাইলে তোলা ভাইরাল ভিডিওঃ

জানা গেছে, এসডিও শ্রুতিরঞ্জন মহান্তির কাছে রামপুরহাট থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসে। অভিযোগ, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে কয়েকজন নিরপরাধ মানুষকে তুলে নিয়ে আসা হয়েছে রামপুরহাট থানায়। সেই অভিযোগ পেয়েই হঠাৎ রামপুরহাট থানায় হাজির হন রামপুরহাট সাব ডিভিসনের এসডিও শ্রুতিরঞ্জন মহান্তি। থানায় ঢুকেই লক আপ দেখতে যান এসডিও শ্রুতিরঞ্জন মহান্তি। আর তাতেই ক্ষুব্ধ হন থানার পুলিশ কর্মীরা।

The News বাংলা Exclusive
The News বাংলা Exclusive

ডিউটি অফিসার মিতুল রজক তর্ক জুড়ে দেন এসডিও শ্রুতিরঞ্জন মহান্তির সঙ্গে। এরপরই প্রায় ২ ঘণ্টা থানায় আটকে রাখা হয় এসডিও শ্রুতিরঞ্জন মহান্তিকে। এই ঘটনা নিয়ে মুখ খুলতে চান নি জেলা প্রশাসনের কেউই।

দেখুন মোবাইলে তোলা ভাইরাল ভিডিওঃ

এরই জেরে থানার দরজা বন্ধ করে টানা ২ ঘণ্টা আটকে রাখা হয় রামপুরহাট সাব ডিভিসনের এসডিও শ্রুতিরঞ্জন মহান্তিকে। খবর যায় জেলার পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে। তারপর জেলাশাসকের হস্তক্ষেপে মুক্তি পান এসডিও। এর জেরে শোরগোল পরে গেছে রাজ্য প্রশাসনে। রাজ্য সরকার তদন্ত শুরু করেছে। এদিকে জেলা প্রশাসনের দুই কর্তার তর্ক এর ভিডিও ইতিমধেই ভাইরাল।

ঘটনায় ২ টি সিসিটিভি প্রকাশ করল রামপুরহাট থানা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে থানায় ঢুকে ফাইল ফেলে দিচ্ছেন এসডিও। এই ঘটনার রেশ ছড়িয়েছে নবান্নেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও গেছে এই বিরল ঝামেলার কথা। তাঁর নির্দেশে ঘাটনাটি দেখছেন মুখ্যসচিব।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন