মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? ইদানীং নানা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন দাবি করে এসেছেন; বঙ্গ বিজেপির নেতারা। সেই তালিকায় এবার নাম লেখালেন; ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একধাপ এগিয়ে, মুখ্যমন্ত্রীর মানসিক মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা; পরীক্ষা করে দেখার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন তিনি।
মমতা আদৌ মানসিকভাবে সুস্থ কিনা; সেই প্রশ্ন তুলে দিয়েছেন অর্জুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা; সেটা পরীক্ষা করে দেখা হোক। এই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন; ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বসে; উনি যে ধরনের মন্তব্য করে চলেছেন; সেটাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন বিজেপি সাংসদ।
একদা তৃণমূল বিধায়ক বর্তমানে বিজেপির টিকিটে; ব্যারাকপুরের সাংসদ হয়েছেন। শুক্রবারই তাঁর খাসতালুক কাঁচড়াপাড়ায় গিয়ে; মমতা কড়া ভাষায় আক্রমণ করেছিলেন অর্জুন সিং ও মুকুল রায়কে। সেই ব্যাপারে বলতে গিয়ে অর্জুন সিং; কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শনিবার অর্জুন সিং বলেন, “আমি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে; আবেদন করব মুখ্যমন্ত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হোক; যে এই পদে বসার যোগ্যতা তাঁর আছে কিনা। খুব শীঘ্রই দিল্লি গিয়ে দেশের সর্বোচ্চ আদালতে; তিনি এই মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন সাংসদ অর্জুন সিং।
The News বাংলাকে অর্জুন বলেন; “যিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন; তাঁর মুখ্যমন্ত্রীর মত সাংবিধানিক পদে থাকার কোনও অধিকার নেই। এই কারণে আমি তাঁর বিরুদ্ধে; সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছি। ওনার মানসিক সুস্থতার পরীক্ষা করা দরকার; যে তাঁর এই পদে থাকা উচিত কিনা।
অর্জুনের দাবি, “মমতা যে ধরনের ভাষার ব্যবহার করছেন; সেটা সেটা মানসিক বিকৃতি লক্ষ্মণ। মুখ্যমন্ত্রীর মতো সাংবিধানিক পদে বসে; যে মন্তব্য উনি করেছেন তাতে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। ৩০ বছর ধরে এমন একজনের নেতৃত্বে কাজ করেছি ভাবতেই লজ্জা হয়”।
শুক্রবার মমতার কাঁচরাপাড়ার জনসভা; নতুন বিতর্কের জন্ম দেয়। সেখানে তিনি বলেন; “বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা শিখে বাংলায় কথা বলতে হবে”। এই নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ করেন অর্জুন। তাঁর অভিযোগ, বাংলা ভাষা হিন্দী ভাষা করে বিভাজনের রাজনীতি করছেন মমতা।