শনিবার তামিলনাড়ু কংগ্রেসের আয়োজিত একটি জনসভায় ফাঁকা চেয়ারের ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত হলেন একজন চিত্র সাংবাদিক। প্রহারের ভিডিও ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা ও সচিবের বাড়ি ইনকাম ট্যাক্স তল্লাশিতে উদ্ধার কোটি কোটি টাকা
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস কর্মী সমর্থকরা একজন চিত্র সাংবাদিককে ঘিরে ক্রমাগত কিল, চড়, ঘুষি মেরে যাচ্ছে এবং আক্রান্ত সাংবাদিকের ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা
অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকেরা আক্রান্ত সাংবাদিককে উদ্ধার করতে গেলে তাদের ওপরেও চড়াও হয় কংগ্রেস কর্মীরা। অবশেষে এই ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
তামিলনাড়ু কংগ্রেস সভাপতি তথা তামিলনাড়ুর বিরুডুনগরের কংগ্রেস প্রার্থী কেএস আলাগিরিও ওই জনসভায় সেই মুহুর্তে উপস্থিত ছিলেন। মনিক্কাম ঠাকুর ও ডিএমকে বিধায়ক থাংগাম থেন্নারাসুও ওই জনসভায় উপস্থিত ছিলেন। কিন্তু তাদের মধ্যে কেউই আক্রান্ত সাংবাদিককে উদ্ধারের জন্য এগিয়ে আসেননি।
আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের
এরপরেই পুলিশের হস্তক্ষেপে আক্রান্ত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চেন্নাই প্রেস ক্লাবে এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে
এর আগে কংগ্রেসের জনসভায় স্বয়ং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে অসুস্থ সাংবাদিকদের শুশ্রূষা করতে দেখা গেছে, যা মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে গতকাল তামিলনাড়ুর এই ঘটনায় কংগ্রেস সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
আরও পড়ুনঃ ভোট বাজারে মেজাজ হারালেন মমতার মন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারতে গেলেন
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।