দেশের সাধারণ মানুষের সুবিধার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নতুন প্রকল্প চালু করলেন। এই নতুন প্রকল্পের নাম ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’। এই কার্ড সারা ভারতবর্ষের যেকোন যানবাহনের ভাড়া দিতে ব্যবহার করা যাবে। ভাড়া দেওয়া ছাড়াও এই কার্ডের বেশ কিছু বিশেষত্ব থাকবে।
আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান
‘ওয়ান নেশন ওয়ান কার্ড’ ন্যাশনাল কমন মবিলিটি কার্ডের অনুবর্তী হিসেবে ব্যাবহার করা হবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(এনপিসিআই) এর RuPay কার্ড পেমেন্ট স্কিমের সাহায্য নিয়ে ব্যাবহার করা হবে এই কার্ড। ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর।
জেনে নিন এই কার্ডের বিষয় সব কিছুঃ
১। ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’ আপনি আপনার ব্যাংক থেকে পাওয়া RuPay ডেবিট বা ক্রেডিট কার্ডের মত ব্যবহার করতে পারেন।
২। এই কার্ড আপনার ব্যাংক থেকে আপনি ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেড কার্ডের মতই ইস্যু করতে পারেন।
৩। ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি মেট্রো রেলে ব্যাবহারিত স্মার্ট কার্ডের মতোও এই কার্ড ব্যাবহার করা যাবে।
৪। এই কার্ড পাওয়ার জন্য আপনাকে আপনার ব্যাঙ্কের সাহায্য নিতে হবে। ব্যাঙ্কের সাহায্য নিলেই আপনি এই কার্ডে ন্যাশনাল কমন মবিলিটি কার্ড সাপোর্ট পাবেন।
আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ
৫। এই রুপে কার্ড, যার সাথে থাকবে ন্যাশনাল কমন মবিলিটি কার্ডের সাপোর্ট, তা আপনি পেতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মত ২৫টা ভারতীয় ব্যাঙ্ক থেকে।
৬। পেটিএম পেমেন্ট ব্যাংক থেকেও আপনি পেতে পারেন ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’।
৭। বাস ভাড়া, মেট্রো ভাড়ার পাশাপাশি, আপনি এই কার্ড ব্যাবহার করতে পারেন বিভিন্ন জিনিস কেনাকাটি করতেও।
ভারত সরকারের আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের সচিব দুর্গা শঙ্কর মিশ্র জানিয়েছেন, বাস, মেট্রো এমনকি শহরতলির ট্রেনের ভাড়া দিতেও এই কার্ড ব্যাবহার করা যাবে।
৮। শুধু তাই নয়, বিভিন্ন গাড়ি পার্ক করার জায়গায়ে এবং টোল প্লাজাগুলোতেও এই কার্ড ব্যাবহার করা যাবে।
আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান
৯। এই প্রকল্পকে সমর্থন করছে ‘স্বাগত’ আর ‘স্বীকার’। ‘স্বাগত’ এবং ‘স্বীকার’ দুটিই ভারতের যানবাহনের ভাড়া সংগ্রহ করার স্বয়ংক্রিয় মাধ্যম।
১০। এই রুপে কার্ড ব্যবহারকারিরা এটিএম থেকে পাঁচ শতাংশ ক্যাশব্যাকও পাবেন। এর পাশাপাশি বিদেশে ভ্রমন করলে, বিদেশি জিনিস ক্রয় করলে পাবে দশ শতাংশ ক্যাশব্যাক।
১১। আন্তর্জাতিক ডিস্কোভার ও ডাইনারস ক্লাবেও এই কার্ড ব্যাবহার করা যাবে।
১২। এই কার্ড থাকলে টাকা না থাকলেও বাসে ট্রেনে চাপা যাবে।
আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা
ভোটের আগে সরকারকে ব্যবহার করে মোদী ভোটের বাজার গরম করছে বলেই অভিযোগ কংগ্রেস সহ বিরোধীদের। তবে এই সমালোচনা উড়িয়ে দিয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের
আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি
আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।