The News বাংলা, নিউ দিল্লী: শেষ পর্যন্ত রাহুলের ‘রাফায়েল’ এর পাল্টা জবাব ‘হাতে’ পেলেন মোদী। মঙ্গলবার রাতেই দুবাই থেকে ধরে আনা হচ্ছে অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে। কংগ্রেস আমলে ৩৭২৭ কোটি টাকার এই হেলিকপ্টার দুর্নীতি হয়। ক্রিশ্চিয়ান মিচেলকে ভারতে আনতে পারাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য বলেই প্রচার শুরু করেছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি।
আরও পড়ুনঃ ‘ভগবান’ সরাসরি টাকা নিয়ে হাজির ভক্তের সমস্যা মেটাতে
গত সেপ্টেম্বরেই অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে ভারতের হাতে প্রত্যর্পণ করার নির্দেশ দেয় দুবাই আদালত। ২০১৭ তেই সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার হয় ক্রিশ্চিয়ান মিচেল। মঙ্গলবার রাতেই ভারতে আনা হচ্ছে তাকে। আবার জোরদার করে শুরু হবে এই মামলা। রাফায়েল নিয়ে বেশ কিছুটা এগোতে পারলেও আবার ব্যাকফুটে রাহুলের কংগ্রেস।
অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় এই ক্রিশ্চিয়ান মিচেল টেবিলের তলায় ডিল করতে সাহায্য করেছিল। তার জন্য সে ৩৫০ কোটি টাকা ঘুষ পায়। মনমোহন সিং সরকারের আমলে ৩৭২৭ কোটি টাকার অগাস্টা চপার দুর্নীতি হয়। ইতালির এই হেলিকপ্টার কেনার জন্য অন্যায় ভাবে টেবিলের তলা দিয়ে ডিল করা হয় বলে তদন্তে প্রমাণও হয়।
আরও পড়ুনঃ ‘গরু তাণ্ডবে’ যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম
১২ টি বিলাসবহুল হেলিকপ্টার কেনার জন্য ২০০৭ সালে কেন্দ্র সরকার চুক্তি করে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি-দের জন্য এই হেলিকপ্টার কেনা ঠিক হয়েছিল। কিন্তু, ৩৭২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠায় ডিল বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। তদন্তে জানা যায়, ব্রিটেনের অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টারের বরাত পেতে ৫৮ মিলিয়ন ইউরো ঘুষ দিয়েছিল।
এই দুর্নীতিতে যুক্ত থাকার জন্য প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী, ভাইপো সঞ্জীব ওরফে জুলি ত্যাগী এবং আইনজীবী গৌতম খৈতানকে গ্রেফতার করে সিবিআই৷ ৩৭২৭ কোটি টাকার এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগের ২০০৭ সালে অবসর নেওয়া এই প্রাক্তন বায়ু সেনাপ্রধানকে গ্রেফতার করে সিবিআই৷ এই প্রথমবার সিবিআইয়ের দ্বারা কোনও বায়ুসেনা প্রধান গ্রেফতার হন।
আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ
ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ, অগাস্টা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার তাগিদে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে তিনি অবহেলা করেছিলেন। প্রাক্তন আইএএফ উপপ্রধান জেএস গুজরালকেও জেরা করে সিবিআই। ত্যাগী ও গুজরাল- দুজনকেই ২০১৩ সালে চপার কাণ্ডে জেরা করে সিবিআই।
আরও পড়ুনঃ একদিকে মোদীর সমালোচনা অন্যদিকে অনুসরণ, মমতার ‘নিজশ্রী’
ইতালির আদালতেও চপার দুর্নীতি প্রমাণিত হওয়ার পর জোর কদমে লাগে সিবিআই। কপ্টার প্রস্তুতকারী সংস্থা ফিনমেকানিকা ও তাদের সহযোগী অগাস্টা ওয়েস্টল্যান্ড কীভাবে দালালদের মাধ্যমে ভারতীয় প্রশাসকদের ঘুষ দিয়ে চপার ডিল হাত করেছিল তা ইতালির আদালত জানিয়ে দিয়েছে আগেই।
৩৭২৭ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় ক্রিশ্চিয়ান মিচেল ছাড়াও ৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল্লিতে সিবিআই-এর বিশেষ আদালত। ওই ৩ জনের নাম জি আর হেশ্কে, সি ভি গেরোশিয়া এবং সি এম জেমস্।
আরও পড়ুনঃ ‘তিন মাস বিয়ে বন্ধ’ তুঘলকি নির্দেশে বিতর্কে যোগী সরকার
সেপ্টেম্বরেই এস পি ত্যাগী, তাঁর আত্মীয় সঞ্জীব ত্যাগী আইনজীবী গৌতম খৈতান সি ভি গেরোশিয়া জি আর হেশ্কে, মিডলম্যান ক্রিশ্চিয়ান মিচেল, অগাস্টা ওয়েস্টল্যান্ডের প্রাক্তন সিইও ব্রুনো স্প্যানোলিনি এবং ফিনমেকানিকার প্রাক্তন চেয়ারম্যান গুয়েসপি ওরসির বিরুদ্ধেও একই অভিযোগে চার্জশিট দেয় সিবিআই-ও। দুবাইয়ের একটি সংস্থার ডিরেক্টর শিবানী সাক্সেনাকেও গ্রেপ্তার করে ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ক্রিশ্চিয়ান মিচেলকে গ্রেফতারের পর বিজেপির তরফ থেকে যে আবার অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি নিয়ে কংগ্রেসের দিকে তোপ দাগা হবে সেটা পরিষ্কার। রাহুলের রাফায়েল বনাম মোদীর হেলিকপ্টার। ভারতের দুই দুর্নীতি নিয়ে দুই নেতার লড়াই আগামী লোকসভা পর্যন্ত চলবে। তবে, মিচেলকে হাতে পেয়ে আপাতত রাহুলকে চুপ করিয়ে দিলেন মোদী।