The News বাংলা: “বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি”, শুক্রবার বারাসতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়কর দফতর কলকাতার দুর্গা পুজো কমিটিগুলিকে নোটিশ দিয়ে ডেকে পাঠানোর প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন মমতা।
আরও পড়ুনঃ আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের
শুক্রবার বারাসতে জনসভায় মমতা প্রশ্ন তোলেন, “দুর্গাপুজোয় কারা চাঁদা দেয়”। তিনি জানান, “সাধারণ মানুষ দুর্গা পুজোয় চাঁদা দেয়। সেই টাকায় বাংলায় বড় উৎসব হয়। তিনি অভিযোগ করেন, “বাংলার বড় উৎসব তথা দুর্গাপুজোকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছি। আর তাই দুর্গাপুজো বন্ধ করার চক্রান্ত করছে বিজেপি সরকার”।
কলকাতার ৪০টি পুজো উদ্যোক্তাদের নোটিশ দিয়ে দফতরে দেখা করার নির্দেশ দিয়েছে আয়কর দফতর। ২ দিন ধরে আয়কর দফতরে হাজিরাও দিয়েছেন কলকাতার বিভিন্ন পুজো আয়োজকরা। এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “ক্লাবগুলো কি লাভ করার জন্য দুর্গাপুজো করে”? তিনি পুজো উদ্যোক্তাদের বলেন, আয়কর দফতর ডাকলে কোনও ক্লাব যেন না যায়। একটা ক্লাবের গায়ে হাত পড়লে আমরা ছেড়ে দেব না।
আরও পড়ুনঃ
ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ
ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে
দুর্গা পুজো বন্ধ করার চেষ্টা করছে মোদীর বিজেপি। তাই আয়কর দফতরকে বিনা কারণে দুর্গা পূজার পিছনে লাগিয়েছে বলেই অভিযোগ করেন মমতা। তিনি আরও বলেন যে, দুর্গাপুজো বন্ধ করার এই চেষ্টা ২০১৯-এর লোকসভা নির্বাচনে বুমেরাং হয়ে ফিরে আসবে।
মমতা বলেন, বাংলার দুর্গাপুজো যদি বন্ধ করার চেষ্টা হয়, কোনও পুজো উদ্যোক্তার গায়ে যদি হাত পড়ে, তবে তার ফল হবে খুব খারাপ। বাংলার মানুষ, দেশের মানুষ মোদীবাবু বিজেপিবাবুদের ছাড়বে না। প্রতিহিংসার রাজনীতি বুমেরাং হয়ে ফিরে আসবে।
আরও পড়ুনঃ
সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস
ঘুষ নেবার দায়ে সিবিআই হাতে গ্রেফতার হবেন সিবিআই এরই স্পেশ্যাল ডিরেক্টর
নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান
৪০টি বড় পুজোর কর্তারা পেয়েছেন আয়কর দফতরের নোটিশ। কেন কোটি কোটি টাকা আয় ও খরচা করার পরেও এক টাকাও আয়কর দেন না, টিডিএস জমা করেন না পুজো আয়োজকরা, প্রশ্ন আয়কর দফতরের। ২০১৮ সালের পুজোর সব হিসাব নিয়ে আয়কর দফতরে দেখা করার নির্দেশ পান কলকাতার ৪০টি পুজো। দেখাও করেছেন তাঁরা।
তৃণমূলের নেতারা কেউ কেউ আবার এর পিছনে রাজনীতির অঙ্কও দেখছেন। কারণ, কলকাতার প্রধান পুজোগুলির বেশির ভাগেরই উদ্যোক্তা হয় রাজ্যের মন্ত্রী। নয়তো তৃণমূলের প্রথম সারির নেতা। অনেকের আবার সভাপতি তৃণমূল নেতা মন্ত্রী। তাঁদের চাপে রাখতেও আয়কর দফতর এমন পদক্ষেপ করে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ
অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী
প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল
শুধু বাংলার দুর্গা পুজোয় কেন নজর দিল আয়কর দফতর, সেই প্রশ্নও তুলছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের মতে, ‘মুম্বইয়ের গণেশপুজোয় তো এর থেকে অনেক বেশি খরচা হয়। সেখান থেকে কি কর চাওয়া হয়’? প্রশ্ন তৃণমূল নেতাদের।
পুজোর সঙ্গে তৃণমূল নেতারা সবাই জড়িত, তাই দেশের সব পুজোকে ছেড়ে বাংলার দুর্গা পুজোকে টার্গেট করেছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ করেছিলেন তৃণমূলের নেতারা। শুক্রবার আরও একধাপ এগিয়ে, ‘বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি’, মারাত্মক অভিযোগ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ
একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে
মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর
মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।