ভারত এই চৌকিদারকেই চায়, দিল্লিতে চৌকিদার সম্মেলনে নরেন্দ্র মোদী

595
ভারত এই চৌকিদারকেই চায়, দিল্লিতে চৌকিদার সম্মেলনে নরেন্দ্র মোদী/The News বাংলা
ভারত এই চৌকিদারকেই চায়, দিল্লিতে চৌকিদার সম্মেলনে নরেন্দ্র মোদী/The News বাংলা

পূর্ব ঘোষণা মতই দেশের প্রায় ৫০০টি জায়গার ‘চৌকিদার’দের সঙ্গে বিশেষ কনফারেন্সে এদিন যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমাকে নিয়ে আগ্রহ ছিলই ২০১৪ সালে, তবে আমার সমালোচকরা আমায় প্রসিদ্ধ করেছেন”। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এভাবেই শুরু হয় মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’-এর প্রচার।

আরও পড়ুনঃ জীবনের শেষ ভোটটা এবার দিতে চান শিবপূজন

উনিশের ভোট চৌকিদারময়। চৌকিদার ক্যাম্পেন তুঙ্গে নিয়ে যেতে এবার ভিডিও কনফারেন্সে এলেন নরেন্দ্র মোদি। কংগ্রেসও মোদি জমানার দুর্নীতি নিয়ে ভিডিও প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ফের আক্রমণের সুর চড়ালেন রাহুল গান্ধি। রাহুলের ‘চৌকিদার চোর’ এর উত্তরে ‘চৌকিদার কনফারেন্স’-ই বেছে নিয়েছেন মোদী।

আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর

চৌকিদার ক্যাম্পেন নিয়ে এইভাবেই কংগ্রেসকে চাপে ফেলতে চায় বিজেপি। টুইটারে ভিডিও প্রকাশের পর এবার সরাসরি ভিডিও কনফারেন্সে এলেন নরেন্দ্র মোদী। তবে সবাই নন, যাঁরা চৌকিদার ক্যাম্পেনে প্রধানমন্ত্রীকে সমর্থন করেছেন, তাঁরাই নরেন্দ্র মোদীকে এদিন প্রশ্ন করার সুযোগ পেলেন।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

চৌকিদার সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী মোদী। সত্যি চোকিদার নয় অবশ্য। প্রধানমন্ত্রীর মত চৌকিদার। অর্থাৎ, যাঁরা প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে ম্যায় ভি চৌকিদার প্রচারে অংশ নিয়েছেন। সারা দেশের ৫০০ জায়গার এই বিশেষ ধরনের চৌকিদার সমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিলিত হলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এসব কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ অধীর গড়ে ভোটমঞ্চে প্রচারের আলোয় আর্য সমাজের প্রচারক শ্রী কৃষ্ণ মহারাজ

রবি শংকর প্রসাদ বলেছেন, ”ম্যায় ভি চৌকিদার প্রচারের সাফল্যে যারপরনাই খুশি প্রধানমন্ত্রী। যাঁরা এ শপথ নিয়েছেন, দেশের এমন ৫০০ জায়গার মানুষদের সঙ্গে আজ রবিবার , ৩১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিলিত হলেন তিনি।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর কবিতায় গান গাইলেন লতা মঙ্গেশকর

রবিবার এই কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের চৌকিদার খাড়া দাঁড়িয়ে আছে এবং দেশকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু আমি একা নই। যাঁরাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁরা সকলেই চৌকিদার। আজ সমস্ত ভারতীয় বলছে ম্যায় ভি চৌকিদার”।

আরও পড়ুনঃ বিজেপি ১২৫ এর বেশি আসন পাবে না, চন্দ্রবাবুর সভায় হিসাব দিলেন মমতা

রবিবার ঠিক কি কি বললেন মোদী? দেখে নিন একনজরে। মোদী আজ বললেন:
১. ভারত মাতা কি জয়
২. দেশের সব চৌকিদারকে মোদীর নমস্কার
৩. বিজেপি আমাকে দায়িত্ব দিয়েছে
৪. চৌকিদারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব
৫. ২০১৪ সালে আমি নতুন ছিলাম
৬. আমার সমালোচকেরা আমাকে প্রসিদ্ধ করেছেন

আরও পড়ুনঃ ইস্কন রাজনৈতিক নিরপেক্ষ সংস্থা, নাম জড়িয়ে প্রচার উদ্দেশ্যমূলক, বিবৃতি ইস্কনের

৭. চৌকিদারের অর্থ সমালোচকেরা জানেন না
৮. চৌকিদার একটি ভাবনা
৯. দেশবাসী এই চৌকিদারকে চাই
১০. চৌকিদার কোনও চৌকাঠে আটকে থাকে না
১১. ২০১৯ সালের নির্বাচনে সব দলই প্রতিদ্বন্ধীতা করছে
১২. কিন্তু সবাই চৌকিদারকেই সমর্থন করবে

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির খবর আসবে ভারতী ঘোষের কাছে, ফের বাহিনী বিতর্ক

১৩. দেশের লুঠেরাদের ছাড়ব না
১৪. মানুষের টাকায় কারও হাত পড়তে দেব না
১৫. মহাত্মা গান্ধীর আদর্শ আমার অনুপ্রেরণা
১৬. সমাজের সবস্তরের মানুষ চৌকিদার
১৭. মানুষের বিশ্বাসই আমার শক্তি
১৮. ভারতের ভবিষ্যতের জন্য এই চৌকিদার লড়ছে

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা ও রাজনাথের স্বরাষ্ট্র দফতরের চরম সংঘাত

এই প্রচার যে ভোট প্রচার এর অঙ্গ হয়ে উঠবে তা একসপ্তাহ আগেও বোঝা যায় নি। কংগ্রেসের অস্ত্রে তাদেরই ঘায়েল করতে মোদী এগোচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। চৌকিদার অস্ত্র বিজেপিকে কোথায় পৌঁছে দেয় সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন