নমো আবার। ফের ক্ষমতায় বিজেপি। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণনা শুরুর ২ ঘণ্টার মধ্যেই হুড়হুড় করে এগিয়ে মোদী। দেশ জুড়ে গেরুয়া ঝড়। গণনার শুরু থেকেই মোদী ঝড়। এখন পর্যন্ত ৩৪২ টি আসনে বিজেপি ও এনডিএ জোট প্রার্থীরা এগিয়ে আছেন। কংগ্রেস ও জোট সঙ্গীরা এগিয়ে আছেন মাত্র ৯০ টি আসনে। অনান্যরা এগিয়ে ১১০ টি আসনে।
একনজরে এইমুহূর্তে গোটা দেশের ফলাফল; ৫৪৩ আসনের মধ্যে এখন কে কটা আসনে এগিয়ে বা জিতে গেছে দেখুন। ২৭২ টি আসনে জয়লাভ করলে তবেই সেই দল বা জোট; ভারতের শাসন ক্ষমতা দখল করতে পারবে। কি ফল হচ্ছে তা দেখুন। সকাল ৮ টা থেকেই দেশ জুড়ে শুরু হল ভোট গণনা। দেখুন লাইভ আপডেট। সারাদিন ধরে দেওয়া হবে আপডেট। সঠিক ও নিখুঁত ভোটের রেজাল্ট দেখুন। শেয়ার করে অনান্যদের দেখান।
দল ও জোট সঙ্গীরা(Political Parties) / এগিয়ে(Leading) / জিতে গেছে (Win)
বিজেপি ও জোট সঙ্গীরাঃ (NDA) / ৫৩ / ৩০০
কংগ্রেস ও জোট সঙ্গীরাঃ (UPA) / ১৯ / ৭২
অন্যান্যঃ (Others) / ৪৫ / ৫৩
বাংলায় তৃণমূল কংগ্রেস ২২ টি আসনে জিতেছে। বিজেপি জিতছে ১৮ টি আসনে। কংগ্রেস জিতেছে ২ টি আসনে।
কংগ্রেস ছাড়া অন্যান্য বড় শরিকদের ফল;
তৃণমূলঃ (Mamata) / ০১ / ২১
এসপিঃ (Akhilesh) / ০৭ / ০০
বিএসপিঃ (Mayawati) / ১০ / ০০