কেউ এবার আটকাতে পারেনি তাকে। রেজাল্ট প্রকাশের আগেই মাধ্যমিকে সেরা ‘খোকা ৪২০’। এবারের মাধ্যমিকে সবার সেরা, সংবাদ এর শিরোনামে সেই ‘খোকা ৪২০’ ই। সাতে সাত করে একশ শতাংশ নম্বর নিয়ে এবারের মাধ্যমিকে সবাইকে টেক্কা দিয়ে সেরা ‘খোকা ৪২০’।
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর
মাধ্যমিক পরীক্ষা শেষ। শেষ দিন ছিল জীবনবিজ্ঞান। সবার ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়ে শেষদিনেও পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল। এবারের মাধ্যমিকে অবশ্য এই প্রশ্নপত্র ফাঁসটা খানিকটা যেন প্রত্যাশিতই হয়ে গেছে। তাই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান এর পর এবার জীবনবিজ্ঞানের প্রশ্নও ফাঁস হয়ে যাওয়ায় অবাক হননি কেউই। এদিনও পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যেই আবার হোয়াটসঅ্যাপে অবাধ বিচরণ শুরু করে জীবনবিজ্ঞান প্রশ্নপত্র।
সাতে সাত। প্রত্যাশিত ভাবেই শেষ দিনেও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। বুধবার সপ্তম ও শেষ দিনেও পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যেই হোয়াটসআপে ছড়িয়ে পরে প্রশ্ন। এবারের মাধ্যমিকে পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই বাইরে প্রশ্ন বেড়িয়ে যাওয়ায় রেকর্ড গড়ল রাজ্য। রেজাল্ট বেরনোর আগেই মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর। সঙ্গে ডাহা ফেল শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর এবার কেউ আটকাতে পারেনি ‘খোকা ৪২০’ কে।
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ বাংলায় যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায়
এদিকে মাধ্যমিকের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে পাচারের ঘটনায় বুধবার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার মালদহের গাবগাছি এলাকায় হানা দেয় সিআইডি-র একটি দল। স্থানিয় একটি আবাসিক মিশন থেকে নাজিম আখতার নামে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোন।
সিআইডি সূত্রে খবর, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচারে তৈরী ‘খোকা ৪২০’ গ্রুপের সক্রিয় সদস্য ধৃত নাজিম। প্রশ্ন পরীক্ষার হল থেকে বাইরে আসার পর তাঁর উত্তর তৈরী করার কাজ করত মেধাবী পড়ুয়া নাজিম। মালদহের কালিয়াচকের রাজনগর পঞ্চায়েতের নয়াগ্রামের বাসিন্দা নাজিম। অত্যন্ত দরিদ্র পরিবারের নাজিম মেধাবী পড়ুয়া হিসেবে পরিচিত।
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়
মাধ্যমিক পরীক্ষা শুরুর কয়েকদিন আগে বাড়িতে গিয়ে মোবাইল ফোন নিয়ে মিশনে আসে নাজিম। বুধবার গ্রেপ্তারের পর মালদা শহরের সিআইডি দফতরে দফায় দফায় নাজিমকে জেরা করেন গোয়েন্দারা। দুপুরে তাঁকে মালদা আদালতে তোলা হয়। মাধ্যমিকে প্রশ্ন পাচার সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য জানার জন্য নাজিমকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় সিআইডি।
কিভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ‘খোকা ৪২০’ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হল, এখন তাই খুঁজে বের করার চেষ্টা করছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পেরেছেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই চক্র সক্রিয় হওয়ার পরিকল্পনা ছিল। প্রশ্ন পাচারের এই চক্রের সঙ্গে আবাসিক মিশনগুলির যোগাযোগ কতটা তাও খতিয়ে দেখছে সিআইডি।
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র
দিন দুয়েক আগেই প্রশ্ন পাচার কাণ্ডে মালদহের দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে সিআইডি। এদিন নাজিমের গ্রেপ্তারের পর শুধু মালদাতেই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বেড়ে দাঁড়াল তিন। তবে এত কিছু করেও সাত দিনে সাতবারই প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারেনি সিআইডি। আর সাতে সাত করে ফল প্রকাশের আগেই এবারের মাধ্যমিকে সেরা ‘খোকা ৪২০’।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব
আরও পড়ুনঃ পুলওয়ামা হামলার জেরে পাক বন্দিকে পিটিয়ে মারল ভারতীয়রা
আরও পড়ুনঃ ইমরানের সুরেই পাকিস্তানের পক্ষে মুখ খুললেন কাশ্মীরের এই নেত্রী
আরও পড়ুনঃ ভারতের সব মন্দির গুঁড়িয়ে দেবার হুমকি পাকিস্তানের মন্ত্রীর
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।