অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের

526
অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস 'বিরাট' ভারতের/ The News বাংলা
অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস 'বিরাট' ভারতের/ The News বাংলা

অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ভারতের। অস্ট্রেলিয়া সফরের দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে কখনও টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ শুরু হবার পর কখনও দ্বিপাক্ষিক সিরিজ জিতে ফেরা হয়নি ভারতের। বিরাটের ভারত দুটো ইতিহাসই সৃষ্টি করে ফিরছে। পাশাপাশি টি ২০ সিরিজ ড্র করার ফলে প্রথমবার কোন সিরিজই না হেরে ফিরছে বিরাট কোহলির দল।

আরও পড়তে পারেনঃ একপায়ে এভারেস্ট অ্যান্টার্কটিকার পর এবার নতুন শৃঙ্গ জয়ের পরিকল্পনা অরুণিমার

অস্ট্রেলিয়া সফরের দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে কখনও টেস্ট সিরিজ জিতে ফেরা হয়নি ভারতের। ১১টি সিরিজের ৮টিতেই হার, ৩টি ড্র। সর্বশেষ ড্র সিরিজটাও ছিল প্রায় ১৫ বছর আগে। এবারেই বিরাট কোহলির হাত ধরে লেখা হয় নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ে ভারত। আর শুক্রবার দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জিতে আবার ইতিহাস ভারতের। প্রথমবারের মত।

আরও পড়তে পারেনঃ সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

আগেই ৪ ম্যাচ এর টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে আনন্দে ভাসে ভারতীয় ক্রিকেট দল। উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে তারা। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে জেতে ভারত। এরপর পার্থ টেস্টে ১৪৬ রানে হারে সফরকারীরা।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে তৃতীয় টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ এগিয়ে ছিল বিরাট কোহলির দল। সিডনিতে চতুর্থ টেস্টেও দারুণ দাপটে জয়ের পথে ছিল ভারত। কিন্তু বৃষ্টির বাধায় পঞ্চম ও শেষ দিনের খেলা পণ্ড হয়ে যাওয়ায় টেস্ট ড্র হয়ে যায়। সিডনিতে না জিতলেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ট্রফি ধরা দেয় কোহলির হাতে।

আরও পড়তে পারেনঃ মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

সেই ১৯৪৭-৪৮ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যায় ভারত। সব মিলিয়ে ১১বার দেশটিতে টেস্ট সিরিজ খেলতে গেলেও সিরিজ জয় অধরাই ছিল। এবার সেই ঐতিহাসিক সাফল্য মিলল। এর আগে ১৯৮০-৮১, ১৯৮৫-৮৬ ও ২০০৩-০৪ মরসুমে তিনটি অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ ড্র করে ফিরেছিল।

অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস 'বিরাট' ভারতের/The News বাংলা
অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের/The News বাংলা

এবার জয়ের তৃপ্তি নিয়েই ভারতে ফিরবেন বিরাট কোহলিরা। ৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন কোহলি। উপমহাদেশের প্রথম ক্যাপ্টেন হিসেবেও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে বিরাট।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে কোহলি অ্যান্ড কোং৷ এবার ওয়ান ডে ক্রিকেটেও ঘটল এক অনন্য নজির। বিরাটবাহিনীর মুকুটে আরও একটা ইতিহাস। মেলবোর্নে সিরিজের শেষ ওয়ান ডে জিতে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতল ভারত।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-১ অবস্থায় শুক্রবার এমসিজি-তে নেমেছিল ভারত ও অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ৩৪ রানে হারলেও গত মঙ্গলবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচে অজিদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। আর মেলবোর্নে সিরিজের শেষ ম্যাচে শেষ ওভারে জিতে টেস্ট সিরিজের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজও জিতল টিম ইন্ডিয়া।

আরও পড়তে পারেনঃ মহিলাদের প্রতি অশ্লীল উক্তি করে সাসপেন্ড দুই ভারতীয় ক্রিকেটার

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের দুবছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল সুনীল গাভাস্করের ভারত। মেলবোর্নে ফাইনালে পাকিস্তাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা৷

২৩ বছর পর অর্থাৎ ২০০৮-এ অস্ট্রেলিয়ার মাটিতে সিবি সিরিজ জেতে ভারত। এটাও দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ ছিল না। ত্রিদেশীয় সিরিজে ভারত, অস্ট্রেলিয়া ছাড়া তৃতীয় দলটি ছিল শ্রীলঙ্কা৷ বেস্ট অফ থ্রি ফাইনালে অস্ট্রেলিয়াকে প্রথম দুটি ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

তবে এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দ্বিতীয়বার দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে ভারত। গত অস্ট্রেলিয়া সফরে অর্থাৎ ২০১৬তে ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজে ১-৪ হেরেছিল ভারত। এবার ধোনি দলে থাকলেও বদল হয়েছে নেতৃত্বে৷

বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিমধ্যেই টেস্টে ইতিহাস গড়েছে টিম কোহলি। এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। শুক্রবার মেলবোর্নে জিতে টেস্টের পাশাপাশি ওয়ান ডে সিরিজও জিতে অনন্য নজির গড়ল বিরাটবাহিনী৷

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

শুধু তাই নয়, প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সিরিজ না-হেরে দেশে ফিরছে ভারত৷ কারণ বিরাটদের অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল টি-২০ সিরিজ দিয়ে। তিন ম্যাচের টি-২০ সিরিজ ড্র (১-১) হয়৷ তার পর চার টেস্টের সিরিজ ২-১ জেতে কোহলি বিগ্রেড৷ আর শুক্রবার তিন ম্যাচের দ্বি-পাক্ষিক একদিনের সিরিজে জিতে সব রেকর্ড হাতের মুঠোয় নিয়ে ফিরছে বিরাটের ভারত।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন