গুর্জর কোটা আন্দোলনের নেতার গেরুয়া শিবিরে যোগদানে রাজস্থানে শক্তিবৃদ্ধি বিজেপির

361
গুর্জর কোটা আন্দোলনের নেতার গেরুয়া শিবিরে যোগদানে রাজস্থানে শক্তিবৃদ্ধি বিজেপির/The News বাংলা
গুর্জর কোটা আন্দোলনের নেতার গেরুয়া শিবিরে যোগদানে রাজস্থানে শক্তিবৃদ্ধি বিজেপির/The News বাংলা

গুর্জর কোটা আন্দোলনের নেতা কিরোরী সিং ভেইনসালা বুধবার দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিলেন। এর জেরে ভোটের মুখে রাজস্থানে শক্তি বৃদ্ধি হল বিজেপির।

আরও পড়ুনঃ মমতা আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর

রাজস্থানে বিজেপির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ জাভড়েকরের উপস্থিতিতে কিরোরী সিং ভেইনসালার পুত্র বিজয় ভেইনসালাও বিজেপিতে যোগদান করেন। এর ফলে গুর্জর কোটা আন্দোলনের সমর্থকদের ভোটের আগে বিজেপি সমর্থন পাবে বলেই মনে করছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

বিজেপিতে যোগদান করেই এদিন কিরোরী সিং ভেইনসালা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বিরলের মধ্যে বিরলতম এমন কিছু গুনাগুন তিনি প্রত্যক্ষ করেছেন, যা তাকে বিজেপিতে যোগদানে উৎসাহ প্রদান করেছে। নরেন্দ্র মোদীর জনসংযোগও তাকে বিজেপিতে যোগদানে সায় দিয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

ভেইনসালা আরও বলেন, তার সাথে কংগ্রেস ও বিজেপি দুই দলেরই সম্পর্ক খুব ভালো। কিন্তু দুই দলের আদর্শ বিবেচনা করে তিনি বিজেপিতে যোগদানের ব্যাপারেই মনস্থির করেন।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

কিরোরী সিং ভেইনসালা ও তার পুত্র আজই অমিত শাহের সাথে সকালে সাক্ষাৎ করেন বলে জানান প্রকাশ জাভড়েকর। তাদের বিজেপিতে যোগদানে রাজস্থানে বিজেপি আরও শক্তিশালী হলো বলে তিনি জানান। ভোটের ফলে এই ঘটনা কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন