এত প্রতিবাদ, এত হইচই, এত আন্দোলন, এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল এই বাংলায়। এনআরএস কাণ্ডের ছায়া এবার কোচবিহারে। দক্ষিনের পাশাপাশি এবার তীব্র প্রতিবাদ শুরু উত্তরবঙ্গেও।
নৃশংসভাবে কুকুর বাচ্চা খুনে দুই নার্সিং ছাত্রী গ্রেফতার, নজরে আরও কয়েকজন
এনআরএস কাণ্ডের ছায়া এবার কোচবিহারেও। এখানেও অভিযোগ উঠল কুকুর নিধনের। একটি নয়, পাঁচ-পাঁচটি কুকুর ছানার মৃতদেহ উদ্ধার করল কোচবিহার পুলিশ। সঙ্গে ছিল ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন। খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয়ে যায় প্রতিবাদ আন্দোলন।
আরও পড়ুনঃ ভয়াবহ নৃশংসতার নজির, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে
শুক্রবার রাতে পাঁচটি কুকুরছানার মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর আসে ব্লাড ডোনার্স এর সদস্যদের কাছে। তারাই কোচবিহারের শান্তি কুটির ক্লাবের কাছে গিয়ে দেখেন পাঁচটি কুকুরছানার মৃতদেহ পড়ে রয়েছে। পাশেই আরও দুটি কুকুরছানা পড়ে রয়েছে গুরুতর জখম অবস্থায়।
সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ
এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের গাড়িতে করেই কুকুরছানার দেহগুলি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাশেই পশু হাসপাতাল সেখানে চিকিৎসা করা হয় আহতদের। জখমদের রাখা হয়েছে অ্যানিমাল রেসকিউ সেন্টারে। তাদের পরীক্ষা করছেন ডাক্তাররা। পিটিয়েই মারা হয়েছে কুকুরগুলিকে, জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এনআরএস হাসপাতালে ১৭টি কুকুরকে পিটিয়ে মারার ঘটনায় রাজ্য তোলপাড়। তারই মাঝে কোচবিহারে এভাবে পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে কে বা কারা মেরেছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়তে পারেনঃ মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন
দেখুন পিটিয়ে মারার সেই ভয়ংকর ভিডিওঃ
ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট
এনআরএস কাণ্ডে ময়নাতদন্তে জানা যায়, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে নৃশংস ভাবে মারা হয়েছে ১৭টি কুকুরকে। এদের মধ্যে ১৬টি বাচ্চা কুকুরের মৃতদেহ উদ্ধার হয় হাসপাতালের কয়েকটি কালো ব্যাগে। অভিযোগ ওঠে এনআরএস হাসপাতালের ছাত্রী নার্সদের দিকেই। ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে ধরা পরে যায় তাদের দুই জন।
চাপে পরে শেষ পর্যন্ত এনআরএস হাসপাতালের দুই নার্সিং ছাত্রীকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। আটক করে দীর্ঘ জেরার পর মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ নামে ওই দুই নার্সিং ছাত্রীকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়। অপরাধীদের শাস্তির দাবীতে তুমুল বিক্ষোভ দেখায় পশুপ্রেমী সংগঠনগুলি।
শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা
এনআরএস এর মতই কোচবিহারেও সেই একই ঘটনার দেখা মেলায় প্রতিবাদ জানিয়েছেন ব্লাড ডোনার্স এর পাশাপাশি কোচবিহারের নাগরিকরা। শনিবার তদন্ত চেয়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে পশুপ্রেমীদের। প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে কোচবিহার ছাড়িয়ে গোটা উত্তরবঙ্গে।
একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে
এনআরএস কাণ্ডে গোটা রাজ্যের মানুষ হতবাক নার্সদের এই কীর্তি দেখে। তারপরেই ওঠে প্রতিবাদের ঢেউ। দিল্লি থেকে প্রতিবাদ শুরু করেন মন্ত্রী ও পশুপ্রেমী মানেকা গান্ধীও। কিন্তু তাতেও যে মানুষের বিন্দুমাত্র চেতনা হয়নি বা হুঁশ ফেরেনি, কোচবিহারে সেই একই ঘটনার পুনরাবৃত্তি এটাই প্রমাণ করে।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়তে পারেনঃ অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের
আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা
আরও পড়তে পারেনঃ অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের
আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ
আরও পড়তে পারেনঃ দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন
আরও পড়তে পারেনঃ আবার প্রথম থেকে শুরু, সুপ্রিম নির্দেশে রথ চালাতে ফের নবান্নে বিজেপি
আরও পড়তে পারেনঃ সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি
আরও পড়তে পারেনঃ বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার
আরও পড়তে পারেনঃ শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা
মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।