জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে; দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মূর্মু। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী; যশোবন্ত সিনহা। তবে এখনও পর্যন্ত ভোটের যা হিসাব; তাতে খুব সহজেই ভোটে জিতে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। একনজরে দেখে নিন, ঠিক কিভাবে ভোটে জিতবেন তিনি।
মোট ভোট মূল্যঃ ১০,৯৮,৯০৩ টি
১) সকল রাজ্যের বিধায়কের ভোট মূল্য; ৫,৪৯,৪৯৫ টি
২) লোকসভা + রাজ্যসভা সাংসদদের ভোটমূল্য; ৫,৪৯,৪০৮ টি
জম্মু-কাশ্মীর বিধানসভা নেই এবং রাজ্যসভার নির্বাচন হয় নাই। সুতরাং মোট ভোট মূল্য থেকে জম্মু কাশ্মীরের বাদ দিলে মোট ভোট মূল্য দাঁড়াবে।
৬৭ জন বিধায়ক এবং ৪ জন রাজ্যসভা সদস্যের ভোট মূল্য; ৬২৬৮ + ২৮৩২ = ৯০৯৬ টি। সতরাং চুড়ান্ত ভোট মূল্য; ১০,৯৮,৯০৩ – ৯,০৯৬ = ১০,৮৯,৮০৭ টি।
এবার ভোটে জিততে হলে পেতে হবে; এর অর্ধেকের চেয়ে একটি বেশি ভোট। অর্থাৎ ১০,৮৯,৮০৭ ÷ ২ + ১ = ৫,৪৪,৯০৪ টি। শ্রীমতী মূর্মু-কে জিততে হলে, পেতে হবে; পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার নয় শত চারটি ভোট।
এবার দেখা যাক কাদের ভোট শ্রীমতী মূর্মু পাবেন।
১। বিজেপি-র নিজস্ব ভোট মূল্যঃ
বিধানসভার ১,৩৭৯ জন বিধায়কের ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ টি।
লোকসভার ২৮৯ জন সদস্যের ভোট মূল্য; ২,০৪,৬১২টি।
রাজ্যসভার ১০০ জন সদস্যের ভোট মূল্য; ৭০,৮০০ টি।
বিজেপির মোট ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ + ২,০৪,৬১২ + ৭০,৮০০ = ৪,৫৯,৯৮৫ টি।
২। বিজেপি জোট শরিকদের ভোট মূল্য;
বিধানসভার ৩০৭ জন বিধায়কের ভোট মূল্য; ২৬,০৫৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
মোট ভোট মূল্যঃ ২৬,০৫৫ + ১১,৩২৮ + ৮,৪৯৬ = ৪৫,৮৭৯ টি।
৩। BJD দলের ভোট মূল্য;
বিধানসভার ১১৪ জন বিধায়কের ভোট মূল্য; ১৬,৯৮৬ টি।
লোকসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
রাজ্যসভার ৯ জন সদস্যের ভোট মূল্য; ৬,৩৭২ টি।
মোট ভোট মূল্য; ১৬,৯৮৬ + ৮,৪৯৬ + ৬,৩৭২ = ৩১,৮৫৪ টি।
৪। JDU দলের ভোট মূল্য;
বিধানসভার ৪৫ জন বিধায়কের ভোট মূল্য; ৭,৭৮৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ৫ জন সদস্যের ভোট মূল্য; ৩,৫৪০ টি।
মোট ভোট মূল্যঃ ৭,৭৮৫ + ১১,৩২৮ + ৩,৫৪০ = ২২,৬৫৩ টি
আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা
সুতরাং, বিজেপি + শরিক দল + নবীন পট্টনায়ক + নীতিশ কুমার এর মিলিত মোট ভোট মূল্য;
৪,৫৯,৯৮৫ + ৪৫,৮৭৯ + ৩১,৮৫৪ + ২২,৬৫৩ = ৫,৬০,৩৭১ টি ভোট।
রাষ্ট্রপতি পদে জিততে মোট ভোট প্রয়োজন; ৫,৪৪,৯০৪ টি। এই হিসাবেই দ্রৌপদী মূর্মু জেতার সীমা থেকে অতিরিক্ত ১৫, ৪৬৭ টি ভোট বেশী পাবেন। অর্থাৎ তাঁর জেতা এখন শুধুই সময়ের আপেক্ষা।
এছাড়াও এখন মহারাষ্ট্রে ৪৫ জন বিধায়কের; ভোট পাওয়ার সম্ভবন আছে। যাদের ভোট মূল্য; ৭,৮৭৫ টি। অন্ধপ্রদেশের জগমোহন রেড্ডীর দল YSRCP দলের ভোটও; শ্রীমতী মূর্মু-র পক্ষে আসতে পারে। যাহার ভোট মূল্য; ৪৫,৭৯৮ টি। এই দুই দলের ভোট যুক্ত হলে শ্রীমতী দ্রৌপদী মূর্মু জিতবেন; ৬৮,১৪০ ভোটে। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পূর্বে; আদিবাসী পরিবারের একজন সুশিক্ষিতা, মার্জিত ব্যবহারের মহিলাকে; আমাদের দেশের প্রথম নাগরিক হিসাবে পেয়ে ভারতবাসী গৌরবান্নিত হবেন বলেই আশা রাখি।