The News বাংলা: “ওনারা প্রথম থেকেই আমাকে খুব বাজে ভাষা লিখেছিলেন”, বাড়ি ফিরে জানালেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিখ্যাত হয়ে যাওয়া ‘অভিযুক্ত’ বিনোদ সরকার। প্রকাশ্যে এসেছে গ্রুপ চ্যাটিং এর অশ্লীল ভাষা। সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত বিনোদের পাশাপাশি প্রথম থেকেই অশ্লীল ভাষা ব্যবহার করেছেন জেলাশাসকের স্ত্রী নন্দিনী কৃষ্ণাণও।
প্রকাশ্যে এসেছে গ্রুপ চ্যাটিং এর অশ্লীল ভাষা। বুধবার আদালতও আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে। ৩২৩ ও ৫০৬ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। থানায় ঢুকে স্থানীয় যুবক বিনোদ সরকারকে মারধরের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণাণ।
জেলাশাসককে এর মধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে। ওই থানার আইসি সৌম্যজিৎ রায়কেও বদলি করা হয়েছে কোচবিহার কোতোয়ালি থানায়। সেখানকার আইসি, সমীর পালকে দায়িত্ব দেওয়া হয়েছে ফালাকাটা থানার।
আরও পড়ুনঃ
একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে
লোকসভা ভোটের আগেই মমতার ঘর ভাঙছেন মুকুল, সৌমিত্রকে দিয়ে শুরু
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার
Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি
বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর
বিনোদবাবুর বাবা রাজমোহনবাবুর অভিযোগের ভিত্তিতে নিখিলবাবু ও তাঁর স্ত্রী-র বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছাকৃত ভাবে মারধর) এবং ৫০৬ (অপরাধযোগ্য হুমকি, মেরে ফেলা অথবা গুরুতর জখম করার হুমকি) ধারায় মামলা করা হয়েছে। দুটি ধারাই জামিনযোগ্য। পুলিশের দাবি, রাজমোহনবাবু যে এজাহার করেছেন, তাতে নিখিল নির্মলের বিরুদ্ধে বিরুদ্ধে মারধর এবং হুমকিরই অভিযোগ ছিল। সেই অনুযায়ী ধারা দেওয়া হয়েছে।
সেই সঙ্গে ফালাকাটা থানায় পুলিশও স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা করেছে। তাতে থানায় ঢুকে আটক এক ব্যক্তিকে জেলাশাসক ও তাঁর স্ত্রী মারধর করেছেন বলে উল্লেখ রয়েছে। সেটি এখনও জেনারেল ডায়েরি হিসেবে রাখা হয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অনুমতি দিয়েছে আদালতও। ফালাকাটা থানার আইসি-র সামনেই জেলাশাসক ও তাঁর স্ত্রী বিনোদবাবুকে মারধর করেছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা গিয়েছে।
যাঁকে মারধর করা নিয়ে এই বিতর্ক, সেই বিনোদবাবু বুধবার বলেন, ‘কটাদিন শান্তিতে থাকতে চাই’। গোটা দিন ফালাকাটার হরিনাথপুরের বাড়িতেই কাটিয়েছেন তিনি। বিনোদবাবু আলিপুরদুয়ারের বিবেকানন্দ কলেজে থেকে পাশ কোর্সে গ্রাজুয়েট হয়েছেন। এখন তিনি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিছু টিউশনও করেন।
রবিবার থেকেই বিনোদকে ঘিরে একের পর এক বিতর্ক উঠেছে। তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী কৃষ্ণাণকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগ। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করে পুলিশ।
যদিও সেই গ্রুপের পুরো চ্যাট রেকর্ড সামনে আসায় জেলাশাসক এর স্ত্রীর ভাষাতেও অশ্লীলতা লক্ষ করা গেছে। বরং প্রথম থেকেই জেলাশাসক নিখিল নির্মল এর স্ত্রী নন্দিনী কৃষ্ণাণ ওই যুবককে অশ্লীল মন্ত্যব্য করেছেন। বরং অভিযুক্ত বিনোদই প্রথম থেকে ‘দিদি ও দিদিভাই’ বলে সম্বোধন করে এসেছে।
দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)
দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)
দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)
দেখে নিন সেই চ্যাট রেকর্ডিং এর এক্সক্লুসিভ ছবিঃ
(সত্যতা যাচাই করে নি The News বাংলা)
কিন্তু চ্যাট রেকর্ডে দেখা যাচ্ছে জেলাশাসক এর স্ত্রী নান্দিনী ও তাঁর বান্ধবী প্রথম থেকেই অশ্লীল ভাষা ব্যবহার করেছেন ওই যুবকের উদ্দেশ্যেই। শেষে বিনোদও খারাপ ভাষা ব্যবহার করে। বিনোদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে ওই একই অভিযোগ জেলাশাসক এর স্ত্রী নান্দিনী ও তাঁর বান্ধবীর বিরুদ্ধেও আনা উচিত পুলিশের, মনে করেছেন অনেকেই।
আরও পড়ুনঃ
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ
গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই
উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক
সব বিষয়েই এখনও একটি পুরুষ মানুষকেই দোষী করেন সবাই। এই চ্যাট রেকর্ড সত্যি কিনা তা পরীক্ষা করে দেখছে পুলিশ। যদিও এই চ্যাট রেকর্ডেই অশ্লীল ভাষা রয়েছে বিনোদের পাশাপাশি নান্দিনীরও। এক্ষেত্রে শুরুটা কিন্তু জেলাশাসকের স্ত্রীরই।
আপাতত সব নিয়েই তদন্তে ফালাকাটা থানার পুলিশ। তবে সাধারণ মানুষ যারা শুধু বিনোদ পুরুষ বলে জেলাশাসকের স্ত্রীর সমর্থনে ছিলেন, তাঁরা এখন পুরোটা বুঝতে পেরেছেন।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।