বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

535
বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা
বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা

কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ আপাতত স্থগিত রথ যাত্রা। ‘যাত্রা’ শুরু হোক আর না হোক, ‘দেবতা’ থাকুক আর নাই থাকুক, ফাঁকা রথ দেখতেই এখন ভিড় করছেন বাংলার আমজনতা। দেড় কোটি টাকার এসি রথ দেখার সৌভাগ্য জীবনে যে খুব কমই হবে, বুঝেই বিজেপির রথ দেখতে মানুষের ঢল। গেরুয়া রথ এখন বাংলার সেরা সেলফি জোন।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি বিজেপির যে রথ ঘিরে তোলপাড়, সেই খালি রথ দেখতেই এখন মানুষের ভিড়। শনিবার কোচবিহার থেকে রথ এসে পৌঁছাল শিলিগুড়িতে। আর সেই রথ দেখতে শিলিগুড়ির উৎসুক জনতার ভিড় উপছে পড়ল মাটিগাড়ায় দার্জিলিং-এর সাংসদের অস্থায়ী বাসভবনের সামনে।

বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা
বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা

বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রার ফাঁকা রথ দেখতে উৎসুক জনতার ভিড় রাস্তায় ও তারপর শিলিগুড়িতে। রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে গনতন্ত্র হরণ করার অভিযোগে বিজেপি তাদের আন্দোলনকে এগিয়ে নিতে ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’র নামে চলতি মাসের ৭তারিখে এই রথ যাত্রার ঘোষনা করে।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

কোচবিহার জেলা থেকে শুক্রবারই সেই রথযাত্রার সূচনা হওয়ার কথা থাকলেও রাজ্য সরকার তার অনুমতি দেয় নি। তাতে বিজেপি আদলতের দ্বারস্থ হলে, আদালত শেষ পর্যন্ত দুপক্ষকে বসে রথ যাত্রা নিয়ে সিদ্ধান্ত নেবার নির্দেশ দিয়েছে। নির্ধারিত ৭ ডিসেম্বরে সেই যাত্রার সূচনা না হওয়ায়, অগত্যা রথ যাত্রা স্থগিত করে দেয় রাজ্য বিজেপি।

বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা
বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা

কিন্ত সেই যাত্রায় ব্যবহৃত গাড়িটিকে বা রথটিকে আর কোচবিহারে রাখা হয় নি। সেই যাত্রার নির্ধারিত দিনের পর গাড়িটিকে নিয়ে আসা হয় দার্জিলিং-এর সাংসদ সুরিন্দ্ররজিৎ সিং আলুওয়ালিয়ার শিলিগুড়ির মাটিগাড়ায় অস্থায়ী বাসভবনের। সেই গাড়িটিকেই দেখতে উৎসুক জনতা সকাল থেকেই ভিড় জমায় মাটিগাড়া অঞ্চলে।

আরও পড়ুন: কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়

কোচবিহার থেকে শিলিগুড়ি আসার পথেও মানুষের উৎসাহের জেরে অনেকবার থামতে হয় রথকে। অনেকেই জগ্ননাথের রথের মত একবার ছুঁয়ে পুণ্য অর্জন করতে চেয়েছেন। কেউ আবার সত্যি করেই রথের দড়ির খোঁজ করেছেন। হাজার হাজার মানুষ ঘুরে ঘুরে দেখেছেন রথটিকে। মহিলাদের উৎসাহ ছিল দেখার মত।

বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা
বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা

শুধু তাই না, দেখার পাশাপাশি গাড়িটির সঙ্গে সেলফি নিতেও দেখা গেল বহু মানুষকে। রথ পরিণত হল সেলফি জোনে। যাত্রা শুরু না হলেও বাংলা জুড়েই যে রথের প্রচার হয়েছে আর তা পৌঁছে গেছে বাঙালির হেঁশেলে তা বলাই যায়। সকলেরই মুখে এখন প্রশ্ন একটাই, হবে কি হবে না? রথ যাত্রা কি এযাত্রায় আর দেখতে পাওয়া যাবে কি যাবে না?

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন