এশিয়া কাপ পাকিস্তানে, ভারতের কি খেলতে যাওয়া উচিত

5286
এশিয়া কাপ পাকিস্তানে, ভারতের কি খেলতে যাওয়া উচিত/The News বাংলা
এশিয়া কাপ পাকিস্তানে, ভারতের কি খেলতে যাওয়া উচিত/The News বাংলা

২০২০ এশিয়া কাপ; আয়োজনের দায়িত্ব পেল পাকিস্তান। সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে; ২০২০ এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। প্রশ্ন এখন একটাই। ভারত কি করবে? পুলওয়ামার পর; ভারতের কি পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়া উচিত?

১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলো; পাকিস্তান সফর করছে না। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর; সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তান থেকে নির্বাসনেই পাঠিয়েছে। এ অবস্থা বদলাতে চায় পাকিস্তান। এই লক্ষ্যে চলছে নানান প্রচেষ্টা। ২০২০ সালের এশিয়া কাপ; আয়োজনের দায়িত্ব পেল তারা। প্রশ্ন ভারত কি করবে?

২০০৯ সালের পর কেবল জিম্বাবোয়েই; একটা সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে। এর বাইরে দীর্ঘদিন ধরেই পাকিস্তানিরা বঞ্চিত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে। পাকিস্তান ক্রিকেট দলকেও ‘হোম’ ভেন্যু বানাতে হচ্ছে বিদেশের মাটিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মরিয়া এ অবস্থা থেকে বেরিয়ে আসবে।

তবে এরই মাঝে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি); কাছ থেকে সুখবর মিলেছে। ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের; ভার পরেছে পাকিস্তানের কাঁধে। সিঙ্গাপুরে এসিসির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এরপরেই প্রশ্ন উঠে যায়; ভারত খেলতে যাবে তো?

সভায় পিসিবির সভাপতি এহসান মানি; ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট কর্তারা উপস্থিত ছিলেন। গত বছর সেপ্টেম্বরে আরব আমিরশাহয়ের; দুবাই ও আবুধাবিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এশিয়া কাপের ফাইনালে; বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সবচেয়ে বেশি সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। ২০০৮ সালে সবশেষ পাকিস্তানে; এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল।

এখন ক্রিকেট সার্কিটে একটাই প্রশ্ন; পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হলে ভারতীয় দল খেলতে যাবে তো? শ্রীলঙ্কা টিম বাসে জঙ্গি হামলার পর থেকে; পাকিস্তানে সিরিজ খেলতে যেতে চায় না কোনও দেশ। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর হতাশার শেষ নেই। একের পর এক দেশকে; তাঁরা একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি কোন দেশ।

বলা হয়েছে, পাকিস্তানের পরিস্থিতি এখন আগের থেকে অনেক ভাল। তবুও কোনও দেশ যেতে চায় না। এমন পরিস্থিতিতে ২০২০ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে, ভারত খেলতে যাবে তো? সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদীর নতুন ভারত সরকার।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন