বাংলার ভোট ময়দান কাঁপাতে আজ যোগী অমিতের ৮ সভা রাজ্যে

540
ভোটের ময়দান কাঁপাতে আজ যোগী অমিতের ৮ সভা রাজ্যে/The News বাংলা
ভোটের ময়দান কাঁপাতে আজ যোগী অমিতের ৮ সভা রাজ্যে/The News বাংলা

তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগেই বাংলায় ভোট ময়দান কাঁপাতে সোমবার দিনভর ৮টি জনসভা বিজেপির। প্রচারে ঝড় তুলবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রবিবার গভীর রাতেই শহরে এসেছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মাঝরাতেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিনহা ও আসানসোলের প্রাক্তন সাংসদ তথা ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়র সাথে তাঁর বৈঠক হয়।

সোমবার সকাল ৮ টায় অমিত শাহ সাংবাদিক বৈঠক করেন। একটু পরেই প্রচারে নামবেন তিনি। তাঁর প্রথম জনসভা অনুষ্ঠিত হবে হাওড়ার উলুবেড়িয়া কেন্দ্রে সকাল সাড়ে ১১ টায়, এরপর সাড়ে ১২ টায় নদীয়ার কৃষ্ণনগর কেন্দ্রে, দুপুর ২টোয় বীরভূমের রামপুরহাট ও বিকেল সাড়ে ৪ টায় পূর্ব বর্ধমানে সভা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়

এদিকে আজ একই দিনে রাজ্যে ৪টি জনসভা হবে যোগী আদিত্যনাথের। সকাল সাড়ে ১১ টায় প্রথম জনসভা বনগাঁয়। এরপর বহরমপুর এবং হুগলীতে জনসভা করবেন তিনি।

আরও পড়ুনঃ মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক

আগামীকাল ২৩শে এপ্রিল রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিন, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এরপর ২৯শে এপ্রিল রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। তার আগেই দুই হেভিওয়েটের ৮টি জনসভায় প্রচারের তীক্ষ্ণতা কয়েকগুন বাড়বে বলেই আশংকা।

অন্যদিকে মমতার তিন সভা ও অভিষেকের ২ সভা। মমতা অভিষেক এই ৫ সভায় জবাব দেবেন যোগী শাহের ৮ সভাকে। সবমিলিয়ে ভোট বাজারে জমজমাট বাংলার রাজনৈতিক লড়াই।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন