Breaking News: কাশ্মীরে ফের জঙ্গী হানা, গুলির লড়াই

587
Google Image

কাশ্মীর: কাশ্মীরের ত্রাল সেক্টরে লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গী হানা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আক্রমণ হয়। লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গী হানার ঠিক আগেই ৪ জন জঙ্গীর সঙ্গে অনান্তনাগে গুলির লড়াই হয় নিরাপত্তারক্ষীরা।

Google Image

জানা গেছে, রাত ৯ টা নাগাদ ২ জন জঙ্গী হানা দেয় লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে। জঙ্গীদের গুলিতে মারা যান একজন সেপাই। আহত হন আরও একজন সেপাই। এনগমসিয়ামলিনা নামে ওই সেপাই ক্যাম্পের গার্ড ছিলেন। জঙ্গীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

জঙ্গীদের এলোপাথাড়ি গুলি মাথায় লাগে ওই সেপাইয়ের। এছাড়াও ক্যাম্পের আর এক গার্ড থাকে ধোনিটির গায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই জঙ্গীদের সঙ্গে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন