“আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

293
"আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে", অভিষেক বন্দ্যোপাধ্যায়

“আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত এসিপিকে দেখতে, এসএসকেএম গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বড়বাজারে বিজেপি-র নবান্ন অভিযানে আক্রান্ত হন তিনি। বুধবার তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়েই, বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন অভিষেক।

পরিস্কার বলেন, “আমি ওখানে থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”। নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, এদিন একযোগে বললেন মমতা অভিষেক। বিজেপির নবান্ন নিয়ে একযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ কর্মীদের দেখে এসে, সেই একই মন্তব্য করলেন, তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন; নবান্ন অভিযান, “পুলিশ চাইলেই গুলি চালাতে পারত”, একযোগে মমতা অভিষেক

এদিন অভিষেক কপালের মাঝখান দেখিয়ে পরিস্কার বলেন, “আমি থাকলে ঠিক মাথায় গুলি করতাম”। অভিষেক আরও বলেন, “গায়ের জোরে গুন্ডামি, মস্তানি করেছে বিজেপি। পুলিশকে স্যালুট। যে ধৈর্য, সংবেদনশীলতা এবং সংযমের পরিচয় দিয়েছেন ওঁরা, তার জন্য কুর্নিশ জানাই। ওঁদের নিরলস পরিশ্রমের জন্যই, আজ বাংলা সুরক্ষিত। ওদের জন্যই দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ, কাল প্রকৃত সত্য তুলে ধরেছেন”। অভিষেকের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন