লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে। আর কোন সিদ্ধান্ত নিতে বা তা ঘোষণা করতে পারবে না কেন্দ্র বা রাজ্য সরকার। কিন্তু মোদী সরকারের শেষ সিদ্ধান্তে যুগান্তকারী সুবিধা পাবেন ভারতের আমজনতা।
আরও পড়ুনঃ ভোট বাজারে ফের খবরের শীর্ষে অনিল আম্বানি ও ফ্রান্সের রাফাল চুক্তি
ক্যানসার সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় ওষুধের দাম কমাল মোদী সরকার। একটা সিদ্ধান্তে এক ধাক্কায় ৮৭ শতাংশ কমে গেছে ক্যানসারের ওষুধের দাম। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে দর কমল ৩৯০টি ওষুধের। এই তালিকার মধ্যে রয়েছে ক্যানসার, এইচআইভি, ব্যাকটেরিয়া সংক্রমণ, উদ্বেগ ও হৃদরোগের চিকিত্সায় প্রয়োজনীয় বেশ কয়েকটি ওষুধ ৷
আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়
এতদিন সরকারি দাম নিয়্ন্ত্রণের বাইরে ছিল ক্যানসারের ৩৯০টি ওষুধ। গত মাসে ৪২টি ওষুধের যৌগের দর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। তার সুফল এতদিনে পেলেন ক্যানসার রোগীরা। সুবিধা পেলেন অন্যান্য রোগীরাও।
আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার
কেন্দ্রীয় সরকারের নির্দেশে, গত ২৭ ফেব্রুয়ারি ক্যানসারের নিরাময়ের ৪২টি যৌগের ব্যবসায়িক মার্জিন ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নিয়ামক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির
এর ফলে এক ধাক্কায় ৮৭ শতাংশ পর্যন্ত দাম কমেছে ৩৯০টি ক্যানসারের ওষুধের। ১০০ টাকার দামের ওষুধ এখন হয়েছে মাত্র ১৩ টাকা।
আরও পড়ুনঃ শিলিগুড়ির জনসভায় মাছি মারার অবস্থা, চিন্তায় তৃণমূল নেতৃত্ব
পুরোপুরি সস্তা হয়ে গেল জীবনদায়ী ওষুধ। অসংখ্য প্রয়োজনীয় ওষুধের দাম কমাল সরকার ৷ এই তালিকার মধ্যে রয়েছে ক্যানসার, এইচআইভি, ব্যাকটেরিয়া সংক্রমণ, উদ্বেগ ও হৃদরোগের চিকিত্সায় প্রয়োজনীয় বেশ কয়েকটি ওষুধ ৷
আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া
বেশ কিছু ওষুধের ক্ষেত্রে ৩৫ শতাংশ অবধি দাম কমিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) ৷ NPPA-এর ওয়েবসাইটে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ এর জেরে ১০ থেকে ৩৫ শতাংশ কম দামে এই ওষুধগুলি এবার পেতে চলেছে সাধারণ মানুষ ৷
আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর
এই তালিকায় রয়েছে মেলফালান (২এমজি), মেলফালান (৫এমজি) যা বিভিন্ন ধরণের ক্যানসারের চিকিত্সায় প্রয়োজনীয় ৷ এছাড়াও এইচআইভি চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধও রয়েছে ৷নয়া সিদ্ধান্ত কার্যকর হয়ে গিয়েছে ৮ মার্চ। এর ফলে গোটা দেশে ক্যানসার রোগীদের প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে দাবি সরকারের। উপকৃত হবেন দেশের ২২ লক্ষ ক্যানসার রোগী। জানা গিয়েছে, পাঁচটি ব্র্যান্ডের ওষুধের দাম কমেছে প্রায় ৭০ শতাংশ। ১২টি ব্র্যান্ডের ওষুধের দাম কমেছে ৫০ থেকে ৭০%। ২৫ শতাংশ দাম কমেছে ৪৫টি ক্যানসারের ওষুধের। অনেক ওষুধের দাম কমেছে ৮৭ শতাংশ। বলা যায়, শেষ মুহূর্তে এটাই নরেন্দ্র মোদী সরকারের একটি বড় সিদ্ধান্ত। যেটা গোটা দেশের অসংখ্য মানুষের উপকারে লাগবে। স্বস্তির নিঃশ্বাস ফেলবে দেশের অসংখ্য পরিবার।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।