সরকারি ২৫টি দরকারি অ্যাপস

6642
The News Bangla 25 Important Government Apps/The News বাংলা
সরকারি ২৫টি দরকারি অ্যাপস/ The News বাংলা

কয়েক বছর আগেই, ভারত হয়েছে ‘ডিজিটাল ইন্ডিয়া’। এই ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প ভারতবাসী কে নতুন প্রযুক্তির অনেক কাছে এনেছে। নানা রকম অ্যাপের সাহায্যে সরকারি দপ্তরের সুযোগ সুবিধাগুলো এখন সাধারন মানুষের হাতের মুঠোয়। এই অ্যাপগুলোর মানুষকে সব রকম দিক থেকে সাহায্য করতে সক্ষম।

এবার জেনে নিন এমন কিছু সরকারি অ্যাপ যা আপনার কাজকে খুব সহজ করে দেবেঃ

১। ভারত কে বীর (Bharat ke veer): এই অ্যাপ ব্যাবহার করে আপনি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সি আর পি এফ) এর পরিবারকে নানারকম ভাবে সাহায্য করতে পারবেন।
২। সিভিজিল (cVigil): এই অ্যাপের সাহায্য নিয়ে আপনি যেকোনো জায়গা থেকে ভোট সংক্রান্ত অভিযোগ সরকারকে জানাতে পারেন। এই অ্যাপ আপনাকে সুস্থ ও স্বাভাবিক ভাবে ভোট দিতে সাহায্য করে।

৩। মাদাদ (MADAD): এই অ্যাপ ব্যাবহার করতে পারবে দেশের বাইরে থাকে এমন দেশবাসী। তারা তাদের সমস্যার কথা সরকার কে জানাতে চাইলে এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবে। যদিও, ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত কোন অসুবিধা এই অ্যাপের সাহায্যে জানানো যাবে না।
৪। ইউটিএস (UTS): যারা ট্রেনের অসংরক্ষিত সীট বুক করতে চায়ে, তারা এই অ্যাপ ব্যাবহার করতে পারবে।
৫। এমপাসপোর্ট (mPassport): পাসপোর্ট সংক্রান্ত সবরকম তথ্য আপনি এমপাসপোর্ট অ্যাপটিতে পাবেন।

ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

৬। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal): ভারতীয় সরকারের এই অ্যাপ আপনাকে স্কলারশিপের ব্যাপারে জানতে সাহায্য করবে।
৭। ১০৯১ (1091): মহিলা হেল্পলাইনের জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপ। মহিলারা বাড়িতে যেকোনো রকমের নির্যাতনের শিকার হলে, সঙ্গে সঙ্গে সরকারকে জানিয়ে দিতে পারে এই অ্যাপের মাধ্যমে।
৮। ১৮০০১২০১৭৪০ (18001201740): BHIM অথবা UPI অ্যাপ সংক্রান্ত সমস্যা হলে এই নাম্বারে ফোন করে সাহায্য নিতে পারে সাধারন মানুষ।

৯। আয়কর সেতু (Aaykar Setu): এই অ্যাপটি আপনাকে প্যান কার্ড বানাতে সাহায্য করবে। তাছাড়া এই অ্যাপটির সাহায্যে আপনি ইনকাম ট্যাক্সও দিতে পারবেন।
১০। ১০৮ (108): এই নাম্বারে ফোন করলে প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি সরকারের সাহায্য পেতে পারেন।

দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

১১। ১৯০৯ (1909): বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজ আটকাতে এই নাম্বারে ফোন করতে পারেন আপনি।
১২। ইপাঠশালা (ePathshala): এই অ্যাপ নতুন প্রযুক্তির সাহায্যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছে ইবুক পৌঁছে দেয়।
১৩। এমকাবাচ (mKavach): নিজের ফোনকে সুরক্ষিত করতে এই অ্যাপ আপনি ব্যাবহার করতে পারেন।
১৪। কিষাণ সুবিধা (Kishan Suvidha): কৃষকরা এই অ্যাপের সাহায্যে জেনে নিতে পারেন আবহয়ার থেকে বাণিজ্যিক বিষয়ে সব খবর।
১৫। ১৯৪৭ (1947): আধার কার্ড সংক্রান্ত সমস্যা হলে, সমাধান পাওয়া যাবে এই নাম্বারে ফোন করলে।


কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

১৬। ১৮০০১১৪৯৪৯ (1800114949): সাইবার সিকুইরিটি পাওয়ার জন্য এই নাম্বারে ফোন করে সাহায্য নিতে পারে সাধারন মানুষ।
১৭। উমাং (UMANG): উমাং অ্যাপটি ব্যাবহার করলে, সরকারি দপ্তরের বেশির ভাগ সুযোগ সুবিধা আপনি পেতে পারেন।
১৮। ৫৭৫৭৫ (57575): এই নাম্বারে মেসাজ করলে, আপনি আপনার প্যান কার্ড সংক্রান্ত মেসেজ আপনার ফোনে পেতে পারেন।

১৯। ভোটার হেল্পলাইন (Voter Helpline): এই অ্যাপ আপনাকে ভোটার হিসেবে কোন সুযোগ সুবিধা দেবে না। তবে, এই অ্যাপ ব্যাবহার করে আপনি নতুন ভোটার আইডি কার্ড বানাতে পারেন।
২০। ইনক্রেডিবেল ইন্দিয়া (Incredible India): সব রকম পর্যটন বিভাগের তথ্য আপনি পেতে পারেন এই অ্যাপের সাহায্যে।
২১। মাই স্পীড (My Speed): মাই স্পীড আপনাকে আপনার ফোনের ইন্টারনেট স্পীড, কভারেজ এলাকা বিষয় জানতে সাহায্য করবে।

২২। ১০৯৮ (1098): এই নাম্বারে ফোন করে আপনি কোন শিশুর সমস্যার কথা সরকারকে জানাতে পারেন।
২৩। ভিম (BHIM): যে কোন রকম টাকার আদান প্রদান করতে ভিম অ্যাপ ব্যাবহার করা যাবে।
২৪। ইন্ডিয়ান পুলিশ অন কল (Indian Police on Call): এই অ্যাপ আপনাকে সব থেকে কাছের থানাগুলো দেখাবে।
২৫। স্টার্টআপ ইন্ডিয়া (StartUp India): নতুন ব্যাবসা চালু করতে হলে, সাধারন মানুষ স্টার্টআপ ইন্ডিয়া অ্যাপ ব্যাবহার করতে পারবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন