The News বাংলা, শিলিগুড়িঃ বিজেপির রথ যাত্রা থমকে যাওয়ার পরই সংগঠনকে চাঙ্গা করতে দুদিনের বাংলা সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত। উত্তরবঙ্গে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতেই দুদিনের উত্তরবঙ্গ সফর বলে জানা গেছে।
আরও পড়ুনঃ মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের
লোকসভা নির্বাচনের আগে দুদিনের শিলিগুড়ি সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত। সুত্রের খবর, সোমবার রাতে তার আরএসএস নেতৃত্বের সাথে রুদ্ধদ্বার বৈঠক করার কথা। পরে মঙ্গলবারও শিলিগুড়ির হিন্দি হাইস্কুলে, সকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্ব ও সদস্যদের সাথে তার বৈঠকও রয়েছে।
সুত্রের খবর, লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই ও দলের ভাবমুর্তি বাড়াতে মানুষের কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগগুলি শোনার পরামর্শ দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের রণকৌশল ঠিক করতেই উত্তরবঙ্গে আগমন তাঁর। উত্তরবঙ্গের সমস্ত জেলার জেলা নেতৃত্বদের নিয়ে তিনি বৈঠক করতে শিলিগুড়িকে বেছে নিয়েছেন।
আরও পড়ুনঃ মোদী সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের
সোমবার বিকেলে তিনি বাগডোগরায় বিমান থেকে নেমে পাঞ্জাবীপাড়ায় এসে ওঠেন। তিনি আসা মাত্রই তার গতিবিধির ওপর নজর রাখতে চারিদিকে সাদা পোষাকের পুলিশ ও আইবির পুলিশ আধিকারিকরা ছড়িয়ে পড়েন।
আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা
বিজেপির রথের চাকা থমকে যাওয়ার পর ২০১৯ সালের লোকসভা নির্বাচন বিজেপির কাছে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। রথযাত্রা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী সহ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের আসার কথা ছিল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। কিন্তু রথ যাত্রায় হাইকোর্টের স্থগিতাদেশে মুষড়ে পড়ে বিজেপি জেলা নেতৃত্ব।
তাতে প্রলেপ দিয়ে দলকে কি করে সংঘবদ্ধতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই পাঠ পড়াতে তার শিলিগুড়িতে আগমন বলে রাজনৈতিক মহলের ধারণা। পাশাপাশি সংঘ পরিবারের সাথে পায়ে পা মিলিয়ে চলার দিশা দিতে তার রাজ্যসফরে আসা। লোকসভা নির্বাচনের আগে মোহন ভাগবতের এই সময় রাজ্য সফরে আসা বিজেপির পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলে রাজনৈতিক মহলের ধারনা।
আরও পড়ুনঃ পুরুষদের টেক্কা দিয়ে চা বাগানে ইতিহাস সৃষ্টি এক নারীর
তবে যেহেতু সবসময়ই তাঁর সফর ঘিরে একটা রাখঢাক বিষয় থাকে, সে কারনে দুদিনের শিলিগুড়ি সফরের প্রথম দিনেই কালঘাম ছুটছে আইবি সহ সমস্ত দপ্তরের পুলিশ আধিকারিকদের। বুধবার তার ফিরে যাওয়ার কথা।
রাজনৈতিক মহলের ধারণা, কোনরকমেই নিজেদের হাতে থাকা দার্জিলিং আসনটি হারাতে চাইছে না বিজেপি ও আরএসএস। বিমল গুরুং পালিয়ে বেড়ানোয় দার্জিলিং আসনটি জেতাই এখন সংগঠন এর কাছে চ্যালেঞ্জের। সেই কারনেই হিন্দু সংগঠন আরও শক্তিশালী করতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত স্বয়ং উত্তরবঙ্গে এসেছেন।